নেইমারের পিএসজিতেই যাওয়া উচিত, কারণ…

মাঠে এখন খেলা না নেই, তবুও শিরোনামে ফুটবলের সংবাদ। কারণ, ২২২ মিলিয়ন ডলার নিয়ে নেইমারের পেছনে লেগে আছে প্যারিস সেন্ট জার্মেইন। যেকোনো মূল্যে বার্সার এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চায় দলটি। বার্সাও নেইমারকে ধরে রাখার বিষয়ে একগুয়ে। যেভাবেই হোক ন্যু ক্যাম্পেই এই ব্রাজিল তারকাকে রাখতে চায় তারা। তবে স্কাই স্পোর্টসের ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগু মনে করেন নেইমারের পিএসজিতে চলে যাওয়াই উচিত। এর পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন তিনি।
বালাগু প্রথমত নেইমারের বার্সেলোনা দলে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, বার্সেলোনাতে নেইমার অকারণে অনেক বেশি ছাড় দিয়ে চলছেন। ব্রাজিল দলের মূল তারকা বার্সায় লেফট উইংয়ে খেলে থাকেন। এই কারণে গোলও কম পাচ্ছেন তিনি। গত মৌসুমে নেইমার মাদ্র ১৩টি গোল করেছেন। যেখানে মেসি-সুয়ারেজ মিলে করেছেন ৬৬ গোল। আগের মৌসুমে ২৪টি গোল করেন তিনি। এই ফুটবল বিশেষজ্ঞ মনে করেন, নেইমার এখন গোল দেওয়ার চেয়ে গোল করাতেই বেশি মনোযোগী হচ্ছেন। যেটা তাঁর ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে।
মেসির ছায়া থেকে নেইমারের বের হয়ে আসা উচিত বলে মনে করছেন বালাগু। এটকে দ্বিতীয় কারণ হিসেবে উপস্থাপন করেছেন তিনি। গত মৌসুমটা ভালো যায়নি নেইমার ও বার্সার। অধিক সন্নাসীতে গাজন নষ্টের মতোই বিষয়টা। মেসির ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে নেইমারের সাফল্য। মেসির অনুপুস্থিতে সবসময়ই নিজের সেরাটা বের করে এনছেন নেইমার। মেসি দলে ফিরলেই আবার ঢাকা পড়ে গেছেন তিনি। গত লা লিগাতে যেগুলো ম্যাচে সেমি খেলেননি সেগুলোর প্রতিটিতে গোল পেয়েছেন নেইমার।
পিএসজিকে গেলে নেইমারই হবেন দলের সেরা তারকা। লাইমলাইটটা তার ওপরই থাকবে বলে মনে করছেন এই ফুটবল বিশেষজ্ঞ।
অর্থের পেছনে এই পৃথিবী ঘোরে। বিশাল অর্থের কারণেও নেইমারের পিএসজিতে যাওয়া উচিত বলে মনে করেন বালাগু। এছাড়া পিএসজিতে দানি আলভেজ, লুইস সিলভা, লুকাস মোরা, মারকিউনিসের মতো সতীর্থ পাবেন নেইমার যেটা তাকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন অনেকেই। এ ছাড়া নেইমারকে নিয়ে আলাদা ছক কাটছে পিএসজি। এই ফরোয়ার্ডকে ঘিরেই আগামীর স্বপ্ন দেখছে দলটি। পিএসজি ফরাসি লিগে বড় দল হলেও ইউরোপিয় আসরে তারা ব্যর্থ। নেইমার আসলে দলের শক্তি বাড়বে অনেকখানি।
এটা তো গেল গুইলেম বালাগুর কথা। নেইমারের বার্সায় থাকা উচিত নাকি প্যারিসে যাওয়া উচিত, আপনি কি মনে করেন?