এলেন, দেখলেন আর শিরোপা জিতলেন

এর চেয়ে ভালো অভিষেক আর কারো হয়েছে কি না, সেটা জানতে বিস্তর রেকর্ড ঘাঁটতে হবে। দলের হয়ে প্রথম ম্যাচেই শিরোপা জিতেছেন এমন ফুটবলার খুব কমই আছেন। এবার বিরল সেই রেকর্ডে পা রাখলেন ‘শিরোপার রাজা’খ্যাত দানি আলভেজ। সম্প্রতিই জুভেন্টাস ছেড়ে ফ্রান্সের পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। প্রথম ম্যাচটাই ছিল ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনাল। আর এই ম্যাচে আরেকবার নিজের ঝলকানি দেখালেন আলভেজ। নিজে গোল করেছেন আর পিএসজি জিতেছে শিরোপা। এ নিয়ে ক্যারিয়ারে ৩৪তম শিরোপা জিতলেন দানি আলভেজ। এখন তাঁর সামনে রয়েছেন কেবল রায়ান গিগস (৩৫) ও ম্যাক্সওয়েল (৩৬)
শনিবার ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন মোনাকোকে হারিয়ে ফ্রেঞ্চ সুপার কাপ শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। মৌসুমে শুরুর এই ফুটবলীয় লড়াইয়ে মোনাকোকে ২-১ গোলে হারিয়েছেন আলভেজ-সিলভারা। এদিন আলভেজের হাত দিয়েই শিরোপা জিতেছে পিএসজি। দলের দুটি গোলেই অবদান রয়েছে সাবেক বার্সা ও জুভেন্টাস তারকার। নিজে সমতাসূচক গোলটি করেছেন আর জয়সূচক গোলটি তিনিই বানিয়ে দিয়েছেন।
সুপারকাপের ফাইনালে প্রথমেই এগিয়ে যায় লিগ ওয়ান চ্যাম্পিয়ন মোনাকো। ৩০তম মিনিটে ফরাসি তারকা জিবরিল সিদিবের গোলে এগিয়ে যায় মোনাকো। বিরতি থেকে ফিরেই পিএসজিকে সমতায় ফেরান দানি আলভেজ। ৫১তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রিকিকে গোল করেন এই ব্রাজিল তারকা। এরপর ৬৩ মিনিটে আলভেজের বানিয়ে দেওয়া গোলেই পিএসজিকে জেতান আদ্রিয়ান রাবিউ। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এই ট্রফি জিতল দলটি। টানা সবচেয়ে বেশি সুপারকাপ জয়ের রেকর্ডটি অবশ্য লিওর। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত টানা ছয়বার এ প্রতিযোগিতা জেতে লিও।
ফ্রেঞ্চ সুপারকাপ দিয়ে ক্যারিয়ারের ৩৪তম ট্রফি জিতলেন দানি আলভেজ। ব্রাজিল তারকা এদিন ছাড়িয়ে গেলেন সাবেক পিএসজি তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে। ইব্রা তাঁর ক্যারিয়ারে জিতেছেন ৩৩টি শিরোপা। ক্যারিয়ারের শুরুতে ব্রাজিলের ক্লাব বাহিয়ার হয়ে তিনটি লিগ শিরোপা জেতেন আলভেজ। এরপর সেভিয়ার হয়ে কোপা দেল রে, উয়েফা সুপার কাপসহ জেতেন পাঁচটি ট্রফি। এরপর বার্সেলোনার হয়ে আট বছরের ক্যারিয়ারে ন্যু-ক্যাম্পের দলটির হয়ে ২৩টি শিরোপা জয় করেন তিনি। ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে গত মৌসুমে দলকে ইতালিয়ান লিগ ও ইতালিয়ান কাপের শিরোপা এনে দেন এই তারকা ডিফেন্ডার। আর এবার জিতলেন ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। ফুটবল ইতিহাসে আলভেজের চেয়ে বেশি শিরোপার গর্ব রয়েছে কেবল আর দুজন খেলোয়াড়ের। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ওয়েলশ মিডফিল্ডার রায়ান গিগস তাঁর ক্যারিয়ারে পেয়েছেন ৩৫টি শিরোপার স্বাদ। আর ৩৬টি শিরোপা জিতে সবার আগে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ম্যাক্সওয়েল। ১৫ বছরের ক্যারিয়ারে ৩৬টি শিরোপার স্বাদ নেন এ ডিফেন্ডার। তবে আলভেজ যেভাবে ট্রফি জিতছেন, তাতে আর দু-এক বছর ফুটবল খেললে নিশ্চিতভাবে পূর্বসূরি ম্যাক্সওয়েলকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়বেন তিনি।