বাংলাদেশের নতুন জার্সিতে শমিত

সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে নতুন হোম জার্সি এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জার্সি উন্মোচনের ভিডিওতে অধিনায়ক জামাল ভূঁইয়া, তারিক কাজী ও তপু বর্মনকে দেখা গিয়েছিল। দর্শকের আগ্রহের পারদ বাড়িয়েছে জার্সির ডিজাইন, যা ধারণ করে বাংলাদেশকে। বাংলাদেশকে বুকে ধারণ করে ভিনদেশ থেকে ফুটবলাররা আসছেন খেলতে। হামজা চৌধুরীর পর আরেক ভিনদেশি শমিত সোমকে নিয়ে তৈরি হয়েছে দর্শকের উন্মাদনা।
দর্শকের সেই উন্মাদনা বাড়িয়ে দিতে শমিত গায়ে চাপালেন নতুন জার্সি। বাফুফের অফিসিয়াল কিট স্পন্সর দৌঁড় আজ শনিবার (২৪ মে) একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, নতুন জার্সিতে নিজেকে রাঙিয়েছেন শমিত। বল নিয়ে করেছেন কসরত। ক্লাবে ২৬ নম্বর জার্সি পরে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে কত নম্বর পরবেন, তা এখনও নিশ্চিত নয়। দৌঁড় তাই পেছনে কেবল শমিতের নাম লিখেছে।
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী ১০ জুন মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে তৈরি করা নতুন জার্সিতে ঠাঁই পেয়েছে দেশজ ঐতিহ্য। সাদা রঙের জার্সিতে মূল কাজ হাতাও ও দুই পাশের অংশে।
দুই হাতায় রাখা হয়েছে জামদানি শাড়ি, রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, সুন্দরবন ও জাতীয় মাছ ইলিশ। জামদানির নকশায় ফুটে উঠেছে বাঘের মুখের প্রতিচ্ছবি, যেখানে সবগুলো উপাদান একসঙ্গে দৃশ্যমান।
হাতার নিচে এবং ভি আকৃতির কলারের নিচে রাখা হয়েছে লাল-সবুজ স্ট্রাইপ। জার্সির দুই পাশে সবুজের গাঢ় শেড এবং কলারের পেছনে গতবারের মতো মানচিত্রের ক্যালিগ্রাফিতে বাংলাদেশ লেখা।