২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে নেইমার!

শেষ পর্যন্ত সবার অনুমানটাই সত্য হলো। বার্সেলোনার মায়া কাটিয়ে প্যারিস সেন্ট জার্মেইনেই যাচ্ছেন নেইমার। ক্লাব ছাড়ার জন্য বার্সেলোনা কর্তৃপক্ষের অনুমুতিও পেয়েছেন ব্রাজিল তারকা। কোচ আর্নেস্টো ভালভার্দেও তাঁকে ক্লাব ছাড়ার অনাপত্তিপত্র দিয়েছেন। আগামী বৃহস্পতিবার থেকে আর ন্যু ক্যাম্পে অনুশীলন করবেন না এই তারকা ফুটবলার। এদিন সতীর্থদের কাছ থেকে বিদায়ী অভিনন্দন পাবেন নেইমার। বিবিসি ও ইএসপিএন এই তথ্য নিশ্চিত করেছে।
ফ্রান্সেই যাচ্ছেন নেইমার। যার অর্থ বুধবারই বার্সেলোনার হয়ে শেষ অনুশীলন করে ফেললেন তিনি। বৃহস্পতিবার অনুশীলনের এক ফাঁকে দলের সেরা খেলোয়াড়টিকে বিদায় দেবেন সতীর্থরা। বেশ জাঁকজমকভাবেই নেইমারের বিদায় জানাতে চান মেসি-ইনিয়েস্তারা। বার্সেলোনার একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, ‘বৃহস্পতিবার অন্য আর সব দিনের মতোই মেসি-সুয়ারেজরা অনুশীলনে আসবেন। তবে এদিন নেইমারকে বিদায় জানাবেন ক্লাবের সতীর্থরা। এখানেই আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার কাছ থেকে বিদায় নেবেন নেইমার।’ এদিকে বৃহস্পতিবার তাঁকে ছুটি দিয়ে রেখেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। বার্সার অফিশিয়াল টুইটারে এই তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা।
বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের এই তারকার দলবদল নিয়ে সরগরম ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত ২২২ মিলিয়ন ইউরো (১৯৮ মিলিয়ন পাউন্ড) দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নিল ফরাসি ক্লাব পিএসজি। দলের সেরা তারকাকে আটকানোর সব ধরনের চেষ্টাই করেছে বার্সা। তবে অর্থের ঝনঝনানির কাছে সেটা ব্যর্থ আস্ফালনই হয়ে রইল।