চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে ফরাশগঞ্জের চমক

শক্তি-সামর্থ্যে দুই দলের মধ্যে পার্থক্য অনেক। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী অনেকটাই এগিয়ে থাকবে ফরাশগঞ্জের চেয়ে। অথচ তাদেরই কাছে হেরে বসল নীল-আকাশি শিবির। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এই অঘটনটি ঘটিয়েছে পুরান ঢাকার দলটি।
আজ বুধবার প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ ১-০ গোলে হারিয়েছে শিরোপাপ্রত্যাশী ঢাকা আবাহনীকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৭৬ মিনিটে তৌহিদুর জামান লিটনের একমাত্র গোলে জয়ের উল্লাস করে তারা।
অবশ্য আসরে শুরুটা জয় দিয়েই করেছিল ঢাকা আবাহনী। নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোল হারিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে হেরে বসল তারা।
কর্দমাক্ত ও পিচ্ছিল মাঠে অবশ্য আক্রমণে এগিয়ে ছিল আবাহনী। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল তারা। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি।
এই জয়ের সুবাদে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট ঝুলিতে পুরেছে ফরাশগঞ্জ। তাঁরা এর আগে প্রথম চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছিল। সমান ম্যাচ থেকে আবাহনীরও সংগ্রহ তিন পয়েন্ট।