টাকার জন্য পিএসজিতে আসিনি : নেইমার

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার। তাঁকে দলে টানতে ২২২ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছে ফরাসি ক্লাবটিকে। তবে নেইমার দল ছেড়ে দেওয়ায় মোটেও খুশি হননি বার্সেলোনার সমর্থকরা। অনেকেই তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন। অনেকের মতে, কেবল অর্থের কারণেই পিএসজিতে গেছেন এই ব্রাজিলিয়ান। তবে এই অভিযোগটা মানতে নারাজ নেইমার। তিনি জানিয়েছেন, কেবল অর্থের জন্য তিনি পিএসজিতে আসেননি। অর্থই একমাত্র বিষয় হলে তিনি অন্য কোনো দেশে থাকতে পারতেন।
পিএসজিতে যোগ দেওয়ার পর দলটির প্রেসিডেন্ট নাসির আল খেলাইফি নেইমারকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর সংবাদ সম্মেলনে অংশ নেন দুজন। এখানেই এই কথা বলেন নেইমার। ব্রাজিলীয় এই ফরোয়ার্ড বলেন, ‘কেবল অর্থের কারণে আমি এখানে আসিনি। এখানে আসতে পেরে আমি খুবিই খুশি। যদি অর্থের পেছনে ছুটতাম তাহলে হয়তো অন্য কোনো দেশে থাকতে পারতাম।’
বার্সেলোনা ছেড়ে নেইমার তাহলে পিএসজিতে কেন? এরও ব্যাখ্যা দিয়েছেন এই তারকা। তিনি বলেন, ‘আমি নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমি এখানে এ কারণেই এসেছি। আরো নতুন কিছু ট্রফি জিততে চাই। তা ছাড়া পিএসজির পরিকল্পনা আমার পছন্দ হয়েছে। পিএসজিতে যোগ দওয়ার ক্ষেত্রে আমি আমার মনকে জিজ্ঞাসা করেছি। মন সায় দিয়েছে, সেই কারণেই আজ আমি এখানে।’
সংবাদ সম্মেলনের শুরুতেই নেইমার জানিয়ে দেন বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা তাঁর জীবনের সবচেয়ে কঠিন ও বড় সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে চাই, বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। এখানে আমার অনেক বন্ধু আছে। ওটা বিশ্বের সেরা একটি ক্লাব। দারুণ কিছু সময় কেটেছে আমরা। তবে ফুটবলে আপনাকে দ্রুতই সিদ্ধান্ত নিতে হয়। সেটাই আমি করেছি। আমি আরো বেশি চ্যালেঞ্জ নিতে চাইছিলাম। পিএসজিতে সেটা পাব আমি। এখানে খেলা বার্সেলোনার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তবে আমি সব সময় কঠিন কাজ করতে ভালোবাসি।’