নেইমারের আচরণে বিরক্ত বার্সা সভাপতি

বার্সেলোনার ইতিহাসে নেইমার এখন অতীত। ব্রাজিল তারকাকে ছাড়াই নতুন মৌসুম শুরু করবেন মেসি-পিকেরা। কাতালান সমর্থকরাও মেনে নিয়েছেন নেইমারের চলে যাওয়াটা। নেইমার পিএসজিতে যাবেন এটা আশা করেননি কেউই তবে যা হওয়ার তা হয়ে গেছে, এখন আগামী মৌসুমের দিক চোখ বার্সার। ক্লাবটির সভাপতি যোসেপ মারিয়া মার্তামেউ জানানেল, নেইমারের বিকল্প খুঁজছেন তাঁরা। আর ব্রাজিলিয়ান এই তারকার এভাবে চলে যাওয়াতে দারুণ বিরক্ত তিনি।
নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনা সমর্থক ও ফুটবলারদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বার্তামেউ। তিনি বলেন, ‘নেইমার এখন ইতিহাস। সে চলে যেতে চেয়েছে। তবে সে বিষয়টা আরো পরিষ্কারভাবে করতে পারত। সবকিছু করার প্রক্রিয়া আছে। ক্লাবের চেয়ে বড় কেউ নয়। আমরা উয়েফার কাছে নালিশ করেছি।’
বার্সার সভাপতি তাঁর বক্তব্যে জানিয়ে দেন, নেইমার যে চলে যাবে সেটা আগে থেকে অনুমান করছিলেন তাঁরা। তিনি বলেন, ‘আমরা আগে থেকে অনুমান করেছিলাম যে, সে (নেইমার) চলে যেতে পারে। এই কারণে তাঁর দাম বাড়িয়ে দিয়েছিলাম আমরা।’ দাম বাড়ানোর কারণটাও ব্যাখ্যা করেন তিনি। বলেন, ‘আমরা ভেবেছিলাম, এভাবে নেইমারকে ধরে রাখা যেতে পারে।’
নেইমার চলে যাওয়াতে খুব একটা ব্যথিত নন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘আমরা তাকে ধরে রাখার চেষ্টা করেছি। তবে পারিনি। সে যাওয়াতে আমরা একজন তারকা হারিয়েছি। তবে এর বিনিময়ে অনেক অর্থও পেয়েছি আমরা। এখন নেইমারের বিকল্প খুঁজব আমরা।’
২২২ মিলিয়ন ডলার দিয়ে নেইমারকে কিনে নিয়েছে পিএসজি। বার্সা সভাপতি বলেন, ‘এই অর্থটা দেখেশুনে খরচ কনতে হবে আমাদের। নেইমারকে কিনলেও বার্সার ঐতিহ্য যে পিএসজি কখনই কিনতে পারবে না সেটাও মনে করিয়ে দেন বার্সা সভাপতি। তিনি বলেন, ১১৮ বছরের ইতিহাসে অসংখ্য গ্রেট ফুটবলার জন্মেছে এখানে, ১৪ হাজারের বেশি সদস্য সদস্য, এগুলো কোনো শেখ বা বণিক কিনতে পারবে না। বার্সা সভাপতি ক্লাবের প্রতি আনুগত্যের উদাহরণ হিসেবে মেসি ও ইনিয়েস্তাদের প্রতি তাকাতে বলেন। তিনি বলেন, ক্লাবের প্রতি এমন ভালোবাসাই থাকা উচিত। আগামী দিনেও মেসি এই দলের নেতা হয়ে থাকবেন।