শেষ সময়ের গোলে মোহামেডানকে হারাল আবাহনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘাম ঝরানো জয় পেয়েছে ঢাকা আবাহনী। ম্যাচের একেবারে শেষ সময়ের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আকাশি-হলুদ শিবির। আবাহনীকে জিতিয়েছেন রুবেল মিয়া। তাঁর দেওয়া এই গোলেই আবার জয়ের ধারায় ফিরল দেশীয় ফুটবলের অন্যতম সেরা এই ক্লাবটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই অগোছালো খেলতে থাকে দল দুটি। গোলের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দলই। প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্যভাবে। ম্যাচটাও এগোচ্ছিল নিষ্প্রাণ ড্রয়ের দিকে। তবে ইনজুরি টাইমে বাজিমাত করেন রুবেল। দারুণ এক গোল করে দলকে আনন্দে ভাসান এই ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগে এটি আবাহনী-মোহামেডানের ২০ম লড়াই। এই ম্যাচসহ আবাহনী জিতল আট ম্যাচে। আর মোহামেডানের জয় চারটিতে। ড্র হয়েছে বাকি আট ম্যাচ। গত আসরে দুবারই জেতে আবাহনী।
এখন পর্যন্ত পেশাদার লীগের শিরোপা ঘরে তুলতে পারেনি মোহামেডান। জাতীয় দলের একঝাঁক তারকা নিয়ে নিষ্প্রভ সাদা-কালো শিবির। লীগের দ্বিতীয় রাউন্ডে এসেও নঈমুদ্দিনের দল আশা জাগাতে পারছে না। প্রথম ম্যাচে শেখ জামালের বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হারে ১-০ গোলে। আজ ঢাকা আবাহনীর বিপক্ষে হেরে হারের হ্যাট্রিক পূর্ণ করল দলটি।
অপরদিকে এখন পর্যন্ত ভালোই কাটছে আবাহনীর সময়। প্রথম ম্যাটে সাইফ স্পোর্টিংকে ৩-২ গোলে হারায় দলটি। এরপর ফরাশগঞ্জের কাছে হেরে বিস্ময়ের জন্ম দেয় আবাহনী। তবে আজ মোহামেডানকে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরল মামুন মিয়ার দল।