নেইমারের দুঃখ ভুলে মাঠে ফিরেছে বার্সেলোনা

ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ন্যু ক্যাম্পে রাখার জন্য কম চেষ্টা করেনি বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। নেইমারের বিদায়ে শোকের ছায়াও ঘনিয়েছিল ন্যু ক্যাম্পে। তবে সেই দুঃখ ভুলে আবার মাঠে নেমেছে কাতালানরা। প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিলিয়ান ক্লাব চ্যাপেকোয়েন্সের বিপক্ষে। নেইমারকে ছাড়াই বার্সেলোনা পেয়েছে ৫-০ গোলের জয়।
গত বছর ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন চ্যাপেকোয়েন্সের ১৯ খেলোয়াড় ও ২৪ ক্লাব কর্মকর্তা। ভয়াবহ এই ট্র্যাজেডি সামলে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্রাজিলিয়ান ক্লাবটি। তাদের আরো উৎসাহ দেওয়ার জন্যই মূলত ন্যু ক্যাম্পে প্রীতি ম্যাচটি খেলেছে বার্সেলোনা। এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থও ব্যয় করা হবে চ্যাপেকোয়েন্সের পুনর্গঠনে।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে এই প্রীতি ম্যাচে চ্যাপেকোয়েন্সকে নেতৃত্ব দিয়েছেন অ্যালান রাচেল। গত নভেম্বরের সেই ভয়াবহ দুর্ঘটনায় তিনিও ছিলেন বিধ্বস্ত হওয়া বিমানটিতে। রাচেলসহ মাত্র তিনজন ফুটবলার সে যাত্রা প্রাণে বেঁচে গিয়েছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনার পর বার্সেলোনার বিপক্ষেই প্রথমবারের মতো আবার মাঠে নেমেছেন রাচেল। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। কারণ, আমি বেঁচে আছি খুবই অবিশ্বাস্যভাবে। আর স্পেনে এসে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। এই স্টেডিয়ামে যে কখনো খেলতে পারব, সেটা আমি কল্পনাও করিনি।’
মাঠের লড়াইয়ে বার্সেলোনার ৫-০ ব্যবধানের জয়ে গোল করেছেন জেরার্ড ডুফো, সার্জিও বুসকেটস, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও ডেনিস সুয়ারেজ।