জার্সি খুলেই মেসিকে রোনালদোর জবাব

মেসির সেই উদযাপনটা মোটেও ভালো লাগেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়ালের মাটিতে গত মৌসুমের শেষ এল ক্লাসিকোর লড়াইয়ে একেবারে শেষমূহূর্তে গোল করে দলকে জিতিয়ে দিয়েছেলেন মেসি। এরপরই অর্ধলাখ রিয়াল মাদ্রিদ সমর্থকের সামনে নিজের জার্সিটা খুলে দেখান আর্জেন্টাইন জাদুকর। মেসির সেই জার্সি দেখানো উদযাপন নিয়ে সেবার বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল।
সুযোগের অপেক্ষায় ছিলেন রোনালদো। সেই লড়াইয়ের পর প্রথম সুযোগেই প্রতিশোধটা নিয়ে নিলেন পর্তুগিজ তারকা। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে মেসিকে জবাবটা দিয়ে দিলেন তিনি। সুপার কাপের প্রথম লেগে ৮২ মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে বার্সা সমর্থকদের সামনে জার্সি খুলে নিজের শরীর প্রদর্শন করলেন রোনালদো। ম্যাচটাও ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। মেসির জবাবটা তাঁর মাঠেই ফিরিয়ে দিলেন রোনালদো।
তবে ম্যাচের শেষভাগটা ভালো যায়নি রোনালদোর। ৮৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে ফেলেছিলেন রোনালদো। রেফারিকে দিয়েছিলেন ধাক্কা।
দেখেছেন লাল কার্ড। আর এই আচরণের জন্য এখন বেশ কিছু ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই পর্তুগিজ তারকা। লাল কার্ড দেখায় সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো। তাঁর শাস্তিটা আরও বাড়তেও পারে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী রেফারির সঙ্গে সহিংস আচরণের জন্য সর্বোচ্চ ১২ ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে কোনো খেলোয়াড়কে। এখন রোনালদোর বিরুদ্ধেও এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সেটাই দেখার বিষয়।
এদিকে রোনালদোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ পরিচালনকারীর এমন সিদ্ধান্তে যারপরনাই হতাশ রিয়াল কোচ। তিনি বলেন, ‘এটা অমানবিক। রোনালদোকে লাল কার্ড দেখানোয় আমি বিরক্ত।’