বার্সেলোনার প্রেরণা যখন পিএসজি

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পাত্তাই পায়নি বার্সেলোনা। ক্রিস্টিয়ানো রোনালদো-অ্যাসেনসিওর জাদুতে বার্সার ঘরের মাঠে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে ফিরে আসতে চায় মেসির দল। বুধবার বাংলাদেশ সময় রাত ৩টায় সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে স্বাগত জানাবে লস ব্লাঙ্কোসরা। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রথম লেগে ৩-১ গোলে হারার পর এই ম্যাচে বার্সেলোনার ফিরে আসার তেমন একটা সুযোগ দেখছেন না ফুটবল সমালোচকরা। তবে দ্বিতীয় লেগে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর ইতিহাসটা বেশ অনুপ্রেরণার। ২০১৩ সালের চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে প্রথম লেগে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। দ্বিতীয় লেগে ম্যাচটা ৪-০ গোলে জিতে শেষ ষোলোয় উঠে যায় মেসিরা।
গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে বিশ্বরেকর্ড গড়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল মেসি-নেইমাররা। প্যারিস সেন্ট জার্মেইনের মাঠ থেকে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরে আসে বার্সেলোনা। ফিরতি লিগে নেইমারের জাদুতে পিএসজিকে ৬-১ গোলে হারায় কাতালান ক্লাবটি। সুপার কাপ ফাইনালের দ্বিতীয় লেগে আজ তেমনই কিছু করে দেখাতে হবে বার্সাকে।
প্রথম লেগের ম্যাচে নেইমারের অভাবটা বেশ ভালোভাবেই অনুধাবন করেছিল বার্সেলোনা। সেই ম্যাচে গোটা চাপটা একাই সামলেছেন মেসি। আজ সেই অভাবটা রিয়ালও টের পাবে। কারণ রেফারির সঙ্গে বাদানুবাদে জড়ানোর কারণে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাই ঘরের মাঠে রিয়াল আজ কিছুটা চাপেই থাকবে। তবে তেমনটা মানতে নারাজ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। লস ব্লাঙ্কোসদের কোচ মনে করেন রোনালদো ছাড়াও বার্সেলোনাকে হারানোর ক্ষমতা রাখে তাঁর দল।