রামোসকে অশ্রাব্য ভাষায় গালাগাল করলেন মেসি

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বার্সেলোনা। তবে স্পেনে ফিরতেই জেগে উঠেছে রিয়াল। স্প্যানিশ সুপার কাপের দুই লেগেই বার্সেলোনাকে হারিয়েছে জিদানের দল। তবে এল ক্ল্যাসিকোর চিরাচরিত উত্তেজনা ছিল দুটি ম্যাচেই। প্রথম লেগের ম্যাচে রাগে-ক্ষোভে তো রেফারিকেই ধাক্কা মেরে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো। শাস্তি হিসেবে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল তারকা। দ্বিতীয় ম্যাচে মেজাজ হারালেন লিওনেল মেসি। শান্ত স্বভাবের বলে পরিচিত মেসি এই ম্যাচে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার সার্জিও রামোসকে। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ এমনটিই জানিয়েছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের তখন ৬১ মিনিট। মেসিকে ধাক্কা মেরে বসেন রামোস। রেফারি বাঁশি বাজাতে দেরি করেননি। ফ্রিকিক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি। বল অবশ্য তখন রামোসের হাতে। মেসি বল চাইলেন। রিয়াল অধিনায়ক বল দিতে গিয়েও সেটা শেষ পর্যন্ত দূরে ছুড়ে মারলেন। এমনিতেই দুই লেগ মিলিয়ে তখন ৫-১ গোলে পিছিয়ে বার্সেলোনা আর রামোসের এহেন আচরণ মানতে পারেননি মেসি। রামোসের মা তুলে অশ্রাব্য এক গালি দিয়ে বসেন মেসি। সেই শব্দটি সংবাদে উল্লেখ করার মতো নয়।
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় লেগেও লস ব্লাঙ্কোসদের কাছে হেরেছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছে সার্জিও রামোসরা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয় নিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ।