রোনালদোবিহীন রিয়ালের সহজ জয়

রেফারিকে ধাক্কা মেরে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে অবশ্য রিয়াল মাদ্রিদের কিছু যায়-আসেনি। স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। গ্যারেথ বেল, ক্যাসিমিরো ও টনি ক্রুসের গোলে দেপোর্তিভো লা করুনাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয় দিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশনটা ভালোভাবেই শুরু করল লস ব্লাঙ্কোসরা।
১০ ম্যাচ ধরে গোল পাচ্ছিলেন না গ্যারেথ বেল। রিয়ালের এত বেশি সংখ্যক ম্যাচে গোলশূন্য কখনই ছিলেন না ওয়েলশ তারকা। এ কারণে বেলের বিদায় নিয়ে কথাবার্তা উঠতে শুরু করেছিল। তবে মৌসুমের শুরুতেই নিজের জাত চেনালেন এই তারকা। দলের হয়ে প্রথম গোল করে ফর্মে ফিরে এলেন তিনি। ২০তম মিনিটে তাঁর দেওয়া গোলেই এগিয়ে যায় রিয়াল।
ম্যাচ শুরুর ১৫ মিনিটে অন্তত দুটি গোলের সুযোগ পেয়েছিল দেপোর্তিভো। তবে দুটি যাত্রাতেই দলকে বাঁচিয়ে দেন কেইলর নাভাস। ২০তম মিনিটে মার্সেলোর পাস থেকে বল পেয়ে শট নিয়েছিলেন লুকা মডরিচ। দেপোর্তিভো গোলরক্ষক বলটা ধরতে পারেননি। ফিরতে শটে বল পেয়ে যান বেনজেমা। গোলে শট নিয়েছিলেন ফরাসি স্ট্রাইকার। তবে এবারও বল লাগে গোলরক্ষকের গায়ে। বল পেয়ে যান বেল। সহজ গোলটা করতে কোনো সমস্যা হয়নি তাঁর।
২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিল তারকা ক্যাসিমিরো। এবারও বলের মূল প্রদায়ক মার্সেলো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। এরপর ৬২তম মিনিটে বেলের পাসে বল পেয়ে গোল করেন জার্মান তারকা টনি ক্রুস। এই ম্যাচে রিয়ালের হয়ে লাল কার্ড খেয়েছেন সার্জিও রামোস।