রামোসের লজ্জার রেকর্ড

অনেকবারই রিয়াল মাদ্রিদকে খাদের কিনার থেকে তুলে এনেছেন সার্জিও রামোস। গোলপোস্ট বাঁচাতে প্রতিপক্ষের অনেক ফুটবলারকেই আহত করতে হয়েছে তাঁকে। ইচ্ছাকৃতভাবে ধাক্কা বা কনুইয়ের গুঁতা দেওয়াটা ডিফেন্ডারদের খেলার কৌশলও বটে। আর এটা করতে গিয়ে লজ্জার এক রেকর্ড বয়ে আনলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক। লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড খাওয়ার রেকর্ডটা এখন তাঁর।
দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচটা জিতে লা লিগায় ভালো সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শেষভাগটা ভালো কাটল না রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের। বোরজা ভ্যালেকে কনুইয়ের গুঁতা দিয়ে লাল কার্ড দেখেন স্প্যানিশ তারকা। অবশ্য লাল কার্ডটা আগেই দেখতে পারতেন তিনি। ম্যাচে ৫৩তম মিনিটে ফ্যাবিয়ান শারকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। তখন অবশ্য হলুদ কার্ড দেখানো হয় তাঁকে। ম্যাচের শেষ সময়ে প্রতিপক্ষের ফুটবলারকে কনুইয়ের গুঁতা দেওয়ায় আবার হলুদ কার্ড দেখেন তিনি। দুটো হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে হয় রামোসকে। ম্যাচের বাকি সময়টুকুতে অধিনায়কের দায়িত্ব পালন করেন মার্সেলো।
রিয়ালের হয়ে রামোসের এটি ২৩তম লাল কার্ড। লা লিগাতে এটি তাঁর ১৮তম লাল কার্ড। লা লিগায় এটি রেকর্ড, এর আগে সর্বোচ্চ ১৮ বার লাল কার্ড দেখার রেকর্ড গড়েছিলেন রিয়াল জারাগোজার ডিফেন্ডার পাবলো আলফারো ও জাভি আগুয়াদো। তবে লজ্জার বিশ্বরেকর্ড করতে এখনো বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে রামোসকে। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৪৬ ম্যাচে লাল কার্ড দেখেছেন কলম্বিয়ার সাবেক ডিফেন্ডার গেরার্ডো বিদোয়া। ২৭টি লাল কার্ড দেখে দ্বিতীয় স্থানে রয়েছেন ফরাসি ক্লাব মার্সেলির কাইরিল রুল। রামোস যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে করে রুল কিছুটা আশ্বস্ত হতেই পারেন!