বার্সেলোনার ওপর ক্ষোভ উগলে দিলেন নেইমার

পিএসজিতে যাওয়ার পর নেমারের পারফরম্যান্সের সঙ্গে যেন তাঁর কথার ধারও বেড়েছে। এবার বার্সেলোনার পরিচালকদের ওপর ক্ষোভ উগলে দিলেন ব্রাজিলীয় তারকা। দলটির কর্তাব্যক্তিদের আচরণে যারপরনাই নাখোশ তিনি। কেবল তাই নয়, বার্সা বোর্ড পরিচালকদের পদত্যাগ দাবি করলেন দলটির সাবেক তারকা ফুটবলার।
ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা বার্সেলোনায় কাটিয়েছেন নেইমার। কাতালান ক্লাবটিকে লিগ শিরোপা ছাড়াও একাধিক ট্রফি জিতিয়েছেন তিনি। তবে নেইমার যখন বার্সেলোনা ছাড়ার চিন্তা শুরু করেন স্বাভাবিক কারণেই তাঁকে ঠেকাতে বদ্ধপরিকর ছিল দলটি। শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়লেও তাঁর বোনাস আটকে দেয় বার্সেলোনা। নেইমার চলে আসার পর বার্সেলোনা ক্লাবের সভাপতি যোসেপ মারিয়া মার্তামেউ তাঁর ওপর বিরক্তি প্রকাশ করেন। নেইমার প্রতারণার আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ করেন বার্তামেউ।
সাবেক ক্লাবের সভাপতির এমন বক্তব্যের পর নেইমারের মন্তব্য জানার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত মুখ খুললেন পিএসজি তারকা। তিনি বলেন, ‘আমি তাদের ওপর চূড়ান্তরূপে হতাশ। তাদের পদত্যাগ করা উচিত। বার্সেলোনা সমর্থকরা তাদের চেয়েও ভালো কিছু মানুষ প্রত্যাশা করে।’
নেইমার বার্সার বোর্ড সভাপতির সমালোচনা করার আগে বলেন, ‘বার্সেলোনা সম্পর্কে আমার কিছু বলা উচিত নয় কারণ আমি এখন ভিন্ন ক্লাবে খেলি। তবে বার্সায় চারটা বছর কাটিয়েছি আমি। দারুণ ছিল সেই সময়গুলো। খুব ভালো কিছু বন্ধু ছিল আমার। সেখানে দারুণ সুখী ছিলাম। আমি। সবসময় বার্সেলোনার ভালো চেয়েছি আমি, আগামীতেই চাই।’
এরপরই বার্সার বোর্ড পরিচালকদের ধুয়ে দেন তিনি। নেইমার বলেন, ‘আমি তাদের আচরণে খুবই মর্মাহত। তাদের পদে থাকা উচিত নয়।’ বোঝাই যাচ্ছে, সাবেক ক্লাব কর্তাদের ব্যবহারে খুশি নন নেইমার। এখন বার্সেলোনার পক্ষ থেকে কি জবাব আসে সেটাই দেখার বিষয়।