বার্সেলোনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক!

নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর বার্সেলোনার আক্রমণভাবে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। এল ক্লাসিকোতে সেটারই সুযোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ। শূন্যতা পূরণ করতে লিভারপুলের কৌতিনহোর পেছনে হাত ধুয়ে লেগেছিল বার্সেলোনা। কেবল কৌতিনহোই নয় স্প্যানিশ ক্লাবটি পিএসজির ঘরেও হানা দিতে চেয়েছিল। আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল দি মারিয়াকে কিনতে চেয়েছিল। সম্প্রতি টুইটারে মারিয়াকে কেনার দাবিও করেছিল বার্সেলোনা। তবে কিছুক্ষণ পরেই কাতালান ক্লাবটি জানিয়েছে, তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ডি মারিয়া আসার ঘটনাটা সত্য নয়।
বুধবার বার্সেলোনার অফিশিয়াল টুইটারে বলা হয়, ‘বার্সেলোনায় স্বাগতম ডি মারিয়া! এই ঘটনায় বেশ সাড়া পড়ে যায়। টুইটে হাজার হাজার মানুষ প্রতিক্রিয়া জানাতে থাকে। তবে এর কিছুক্ষণ পরেই বার্সেলোনা কর্তৃপক্ষ জানায়, তাদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। পরে সেই টুইটটি মুছে ফেলা হয়। পরে এক বিবৃতিতে বলা হয়, ‘আজ আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানে আমরা কাজ করছি। ধৈর্য ধারণ করার জন্য ধন্যবাদ।’
হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করে নিয়েছে সৌদি আরবের হ্যাকারগ্রুপ আওয়ারমাইন। জানা গেছে, এর আগে এই দলটি সিএনএন ও মার্ক জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল।
এদিকে ফরাসি বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, অ্যাঞ্জেলো ডি মারিয়ার বিষয়ে বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। পিএসজির মালিক নাসের আল খেলাইফির বরাত দিয়ে দেশটির লা পেরিজিয়েন পত্রিকা জানিয়েছে, ‘আমরা ডি মারিয়াকে বিক্রি করছি না। আরো কয়েক মৌসুম সে প্যারিসে থাকবে।’