রবার্তো কার্লোসের কারাদণ্ড!

জাতীয় দল এবং ক্লাব ফুটবলে অনেক অর্জন তাঁর ঝুলিতে জমা পড়েছে। সাবেক ব্রাজিলীয় ডিফেন্ডার রবার্তো কার্লোস এক বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার পার করেছেন। সেই তাঁকেই কিনা কারাদণ্ড দিয়েছে রিও ডি জেনিরোর বিচার বিভাগ।
সন্তানদের ভরণপোষণের খরচ না দেওয়ায় সাবেক এই ফুটবলারকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর সাবেক স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণ দিতে দেরি হওয়ায় তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়।
কার্লোসের সাবেক স্ত্রী বারবারা থার্লারের কাছে ৬১ হাজার রিয়াল (২০ হাজার ডলার) বকেয়া আছে তাঁর। দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, অর্থ সংকটের কারণেই নাকি খোরপোশ দিতে পারছেন না তিনি।
এর আগে ব্রাজিলীয় সাবেক মিডফিল্ডার এডিলসন সিলভাকেও একই কারণে দুবার জেলে যেতে হয়েছিল।