বার্সা পেল জুভেন্টাস, রিয়ালের সঙ্গী ডর্টমুন্ড

ইউরোপের প্রথম দল হিসেবে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে ইতিহাস গড়েছে রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে তারা নেমেছে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার মিশনে। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের সেই মিশনে গ্রুপ পর্ব পেরোতে হয়তো খুব বেশি কষ্টও করতে হবে না রিয়াল মাদ্রিদকে। গ্রুপ পর্বের বাধা পেরোনোর জন্য তাদের লড়তে হবে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, ইংল্যান্ডের টটেনহাম ও সাইপ্রাসের ক্লাব আপায়োলের বিপক্ষে। অন্যদিকে ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনাকে গ্রুপ পর্বে লড়তে হবে গতবারের রানার্সআপ জুভেন্টাসের বিপক্ষে।
এবারের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ছিল আলাদা আলাদা বিভাগে। ভাগ্যের খেলায় স্পেনের শীর্ষ দুই ক্লাব একই গ্রুপে পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তবে শেষ পর্যন্ত অবশ্য তেমনটা হয়নি। গ্রুপ পর্বে জুভেন্তাস ছাড়াও বার্সেলোনার অপর দুই প্রতিপক্ষ অলিম্পিয়াকোস ও স্পোর্টিং লিসবন। ইউরোপের আরেক শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখ গ্রুপ পর্বের সঙ্গী হিসেবে পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন, আন্ডারলেখট ও সেল্টিককে।
চ্যাম্পিয়নস লিগের মৃত্যুকূপ বলা যেতে পারে ‘সি’ গ্রুপকে। এই গ্রুপের বাধা পেরিয়ে পরবর্তী রাউন্ডে যেতে বেশ কষ্টই করতে হবে চেলসি, আতলেতিকো মাদ্রিদ, রোমা ও কারাবাহকে।
হাড্ডাহাড্ডি লড়াই চলবে ‘এফ’ গ্রুপেও। এখানে আছে শাখতার দোনেৎস্ক, ম্যানচেস্টার সিটি, নাপোলি ও ফেইনুর্ড।
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে প্রথম রাউন্ডের খেলা শুরু হবে আগামী ১২-১৩ সেপ্টেম্বর।
কোন গ্রুপে কোন দল
‘এ’ গ্রুপ : বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, বাসেল, সিএসকে মস্কো।
‘বি’ গ্রুপ : বায়ার্ন মিউনিখ, পিএসজি, আন্ডারলেখট, সেল্টিক।
‘সি’ গ্রুপ : চেলসি, আতলেতিকো মাদ্রিদ, রোমা, কারাবাহ।
‘ডি’ গ্রুপ : জুভেন্টাস, বার্সেলোনা, অলিম্পিয়াকোস, স্পোর্টিং লিসবন।
‘ই’ গ্রুপ : স্পার্টাক মস্কো, সেভিয়া, লিভারপুল, মারিবোর।
‘এফ’ গ্রুপ : শাখতার দোনেৎস্ক, ম্যানচেস্টার সিটি, নাপোলি, ফেইনুর্ড।
‘জি’ গ্রুপ : মোনাকো, পোর্তো, বেসিকতাস, লাইপজিগ।
‘এইচ’ গ্রুপ : রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, টটেনহাম, আপোয়েল।