পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

কয়েক বছর ধরেই দারুণ সময় কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা দুবার জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার। ক্লাব ফুটবলের গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। জাতীয় দলের জার্সি গায়েও রোনালদো দেখাচ্ছেন অসাধারণ নৈপুণ্য। বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে ফ্যারো আইল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ তারকা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার দিক দিয়ে ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।
ফ্যারো আইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি রোনালদো শুরু করেছিলেন ৭৫ গোল নিয়ে। ৭৮ গোল নিয়ে রোনালদোর ঠিক ওপরেই ছিল পেলের নাম। ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার জন্য খুব বেশি অপেক্ষাতেও থাকতে হয়নি রোনালদোকে। ফ্যারো আইল্যান্ডের বিপক্ষেই তিনটি গোল করে পেছনে ফেলে দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার তালিকায় রোনালদোর সামনে এখন আছেন মাত্র চারজন। জাম্বিয়ার গডফ্রে চিতালু (৭৯), জাপানের কুনিশিগে কামামোতো (৮০), ফেরেঞ্জ পুসকাস (৮৪) ও ইরানের আলি দেই (১০৯)। যেভাবে একের পর এক গোল করে চলেছেন, তাতে এই চারজনকেও ছাড়িয়ে যেতে হয়তো খুব বেশি সময় লাগবে না রোনালদোর।
ফ্যারো আইল্যান্ডের বিপক্ষে রোনালদোর জোড়া গোলের সুবাদে পর্তুগাল পেয়েছে ৫-১ গোলের বড় জয়। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপের টিকেটটা এখনো নিশ্চিত করতে পারেনি পর্তুগাল। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের দখল ধরে রেখেছে সুইজারল্যান্ড। শীর্ষ দলটি সরাসরি চলে যাবে বিশ্বকাপে। আর দ্বিতীয় স্থানে থাকা দলকে খেলতে হবে দ্বিতীয় রাউন্ডের বাছাইপর্ব।