লিভারপুলকে উড়িয়ে দিল ম্যান সিটি

একটা সময় তাঁকে দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হতো। জাতীয় দলের হয়ে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি সার্জিও আগুয়েরো। তবে ক্লাব ফুটবলে শুরু থেকেই ম্যানচেস্টার সিটির অন্যতম ভরসার জায়গা হয়ে রয়েছেন এই আর্জেন্টাইন তারকা। এবার প্রিমিয়ার লিগে দারুণ এক রেকর্ড গড়লেন তিনি। অ-ইউরোপীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করলেন তিনি। লিভারপুলের বিপক্ষে দলের হয়ে প্রথম গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ডুয়াইন ইর্টের ১২৩ গোলের রেকর্ড ভেঙে দিলেন আগুয়েরো। বিদেশি ফুটবলার হিসেবে ইপিএলে আগুয়েরোর গোল এখন ১২৪টি।
আগুয়েরোর রেকর্ডের ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। ইতিহাদে অলরেডদের ৫-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচের ২৪তম মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি। ডি ব্রুইনের পাস থেকে বল পেয়ে লিভারপুলের জালে বল জড়িয়ে দেন আগুয়েরো। গোল শোধে মরিয়া লিভারপুল ৩৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। এডারসনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন সেনেগালের মিডফিল্ডার সাদিও মানে।
দশজনের পরিণত হওয়ার পর লিভারপুল ম্যাচে অনেকটাই পিছিয়ে পড়ে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে ব্রাজিল তারকা গ্যাবিয়েল জেসুস গোল করেন। এবারও গোলের উৎস সেই ডি ব্রুইন।
দ্বিতীয়ার্ধে লিভারপুলকে আরো চেপে ধরে ম্যান সিটি। ৫৩ মিনিটে আবারও গোল করেন জেসুস। এবার বল বানিয়ে দেন আগুয়েরো। ৭৭তম মিনিটে গোলের হালি পূর্ণ করে ম্যান সিটি। জার্মান তারকা লিরয় সানে গোল করেন। খেলার অতিরিক্ত সময়ে আরেক গোল করে লিভারপুলকে লজ্জার সাগরে ভাসান সানে।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো ম্যান সিটি। চার ম্যাচে গার্দিওলার দলের সংগ্রহ ১০ পয়েন্ট। তিন ম্যাচে সবগুলো জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।