‘নিজেকে মেসি মনে করো?’ নেইমারকে কাভানি

নেইমার যোগ দেওয়ার পর পিএসজির আক্রমণভাগ নতুন প্রাণ পেয়েছে। প্রায় প্রতিটি ম্যাচেই গোল করে ও সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলকে জিতিয়ে চলেছেন এই ব্রাজিলীয় তারকা। নেইমারের উপস্থিতিতে আরো শাণিত হয়েছেন এডিনসন কাভানি। সাত গোল করে এখন পর্যন্ত লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এই উরুগুয়ের স্ট্রাইকার।
মাঠের লড়াইটা জমলেও কাভানি-নেইমারের বাইরের সম্পর্কটা কিন্তু মোটেও ভালো নয়। বিশেষ করে লিঁওর বিপক্ষে পেনাল্টি-কাণ্ডের পর এ দুই তারকার সম্পর্কটা আরো খারাপ হয়েছে। স্প্যানিশ ও ব্রিটিশ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, নেইমার ও কাভানির বিবাদটা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।
ঘটনাটা বিস্তারিতভাবেই বলা যাক। গত ১৭ সেপ্টেম্বর ঘরের মাঠে লিঁওর মুখোমুখি হয় পিএসজি। ম্যাচে ২-০ গোলের সহজ জয় পায় নেইমারের দল। সমস্যাটা শুরু হয় ৫৭তম মিনিটে। সেবার ফ্রিকিক নেওয়াকে কেন্দ্র করে বিবাদে জড়ান দানি আলভেজ ও কাভানি। আলভেজ চাইছিলেন ফ্রিকিক যেন নেইমার নেন। এরপর ম্যাচের ৭৯তম মিনিটে পেনাল্টি কিক নিয়ে কাভানির সঙ্গে বচসায় লিপ্ত হন নেইমার। কাভানি অবশ্য সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি।
পেনাল্টি নিয়ে বিতর্কটা চলে ড্রেসিংরুম পর্যন্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল পেইস' জানিয়েছে, এ ঘটনায় ডেসিংরুমে নেইমারের দিকে তেড়ে যান কাভানি। উরুগুয়ের স্ট্রাইকার বলেন, ‘কে তুমি? তুমি কি নিজেকে মেসি মনে করো?’ এদিকে শোনা যাচ্ছে, পিএসজি নাকি এখন থেকে পেনাল্টি কিক নেওয়ার দায়িত্ব নেইমারকে দিচ্ছে। এ জন্য কাভানি নাকি বাড়তি এক মিলিয়ন ডলার পাবেন। তবে এই দাবি অস্বীকার করেছে পিএসজি।