কেন টটেনহামের ওপর রিয়াল মাদ্রিদের নাম?

সংখ্যার এমন অদ্ভুত মিল সচরাচর চোখে পড়ে না। যেমনটা দেখা যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপে। তিনটি করে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ও টটেনহামের সব কিছুই হুবহু এক। পয়েন্ট থেকে শুরু করে গোল ব্যবধান পর্যন্ত। তারপরও উয়েফার ওয়েবসাইটের পয়েন্ট তালিকায় টটেনহামের ওপরে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের নাম। এটা কী তারা গতবারের শিরোপাজয়ী বলে?
‘এইচ’ গ্রুপের তিনটি করে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ-টটেনহাম; দুই দলেরই সংগ্রহ ৭ পয়েন্ট। দুই দলই পেয়েছে জয় পেয়েছে নিজেদের প্রথম দুটি ম্যাচে। আর তৃতীয় ম্যাচে নিজেদের মুখোমুখি লড়াইয়ে ১-১ ব্যবধানে ড্র করে ভাগাভাগি করে নিয়েছে একটি করে পয়েন্ট। শুধু পয়েন্ট-ই না। গোল করা ও হজম করার ক্ষেত্রেও অদ্ভুত মিল স্পেন ও ইংল্যান্ডের অন্যতম সেরা এই দুই ক্লাবের।
তিনটি ম্যাচে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে সাতবার। আর হজম করেছে দুটি গোল। একই রকম সংখ্যা টটেনহামেরও। দুই দলেরই গোল ব্যবধান সমান। ৫টি কিন্তু তারপরও উয়েফার ওয়েবসাইটে ওপরে টটেনহামের ওপরে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদকে।
যদিও সম্ভাবনা খুবই কম, তারপরও গ্রুপ পর্ব শেষে রিয়াল-টটেনহামের পরিসংখ্যানে যদি এমন অবাক করা সাদৃশ্য থেকে যায়, তাহলে উয়েফা কী করবে, সেটা দেখার বিষয়। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন ও রানারআপকে নকআউট পর্বে কার মুখোমুখি হতে হবে, সেটা নির্ধারণ হবে এই পয়েন্ট তালিকা অনুসারেই।