এ কোন দলের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড!

হাডার্সফিল্ড টাউন! নামটা নিশ্চিতভাবেই খুব বেশি পরিচিত না। অখ্যাত এই ক্লাব হঠাৎ করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। প্রিমিয়ার লিগে এই হাডার্সফিল্ড টাউনের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে হোসে মরিনিয়োর ম্যানচেস্টার ইউনাইটেড।
১৯০৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাব এবারের মৌসুমেই প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রিমিয়ার লিগে। নিজেদের প্রথম আটটি ম্যাচে হাডার্সফিল্ড জয় পেয়েছিল মাত্র দুটিতে। তবে নিজেদের নবম ম্যাচে বড়সড় অঘটনই ঘটিয়েছে নিচের সারির এই ক্লাব। হারিয়ে দিয়েছে ইংল্যান্ডের সফলতম ক্লাব ম্যানইউকে।
নিজেদের মাঠে প্রথমার্ধেই জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল হাডার্সফিল্ড। ২৮ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন অ্যারন মুনি। ব্যবধান দ্বিগুণ করতেও খুব বেশি সময় নেয়নি ক্লাবটি। ৩৩ মিনিটে ম্যানইউর জালে আরেকবার বল জড়িয়ে দেন লরেন্ত ডেপোইট্রে। ২-০ গোলে এগিয়ে যায় হাডার্সফিল্ড।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৮ মিনিটের মাথায় একটি গোল শোধও করেছিলেন মার্কাস রাসফোর্ড। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মরিনিয়োর শিষ্যদের।
হতাশাজনক এই হারের ফলে ম্যানইউ হারিয়েছে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট। নয় ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে তারা এখন আছে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হাডার্সফিল্ড টাউন উঠে এসেছে ১১তম স্থানে।