জয়ে ফিরল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের সারির দল ওয়াটফোর্ডের বিপক্ষে হেরে হোঁচট খেয়েছিল আর্সেনাল। তবে এভারটনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে গানাররা। ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে এভারটনকে। দাপুটে এই জয়ের পরে আর্সেনাল উঠে এসেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে।
ম্যাচের দ্বাদশ মিনিটে গোল হজম করেছিল আর্সেনাল। ২০ গজ দূর থেকে ডান পায়ের মাপা শটে আর্সেনালের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ইংলিশ তারকা ওয়েইন রুনি। তবে বিরতির আগেই সমতায় ফেরে আর্সেনাল। ডি-বক্সের বাইরে থেকে জাকার জোরালো শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার মনরিয়াল। ৫৫ মিনিটে আলেক্সিস সানচেজের ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে দেন মেসুত ওজিল।
৬৮ মিনিটে এভারটন পরিণত হয় ১০ জনের দলে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেয়ি। প্রতিপক্ষের এই দুর্বলতার সুযোগ ভালোমতোই কাজে লাগিয়েছে আর্সেনাল। ৭৪ মিনিটের মাথায় দলের পক্ষে তৃতীয় গোলটি করেন আলেক্সান্দ্রে লাকাজে। ৯০ মিনিটে চতুর্থ গোলটি করেন অ্যারন র্যামসে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ করেন এভারটনের উমার নিয়াসে। কিন্তু শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে আবারও ব্যবধান বাড়িয়ে দেন সানচেজ। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ের পরে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল উঠে এসেছে পঞ্চম স্থানে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ স্থানে আছে চেলসি। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। আর ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।