উসমানে বিধ্বস্ত শ্রীলঙ্কা

পাকিস্তানের বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শারজাহতে লঙ্কানরা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় মাত্র ২০ রানের মাথায় প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে যে বিপর্যয়ে পড়ে তারা, পরে তা আর কাটিয়ে উঠতে পারেনি। তরুণ পেসার উসমান খানের বোলিং তোপে রীতিমতো লণ্ডভণ্ড হয়ে যায় সফরকারী দলটির ব্যাটিং লাইন। স্বাভাবিক কারণে প্রতিপক্ষের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি তারা। তাই বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা, নয় উইকেটে।
তাই ৫-০তে হেরে সিরিজ হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২৬.২ ওভারে মাত্র ১০৩ রান করে। এর জবাবে মাত্র ২০.২ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
দলীয় মাত্র এক রানের মাথায় শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তাঁরা। দলটির পক্ষে থিসারা পেরেরা সর্বোচ্চ ২৫ রান করেন। আর থিরিমান্নে ১৯ ও সেক্কুগে ১৬ রান করেন।
উসমান ৩৪ রান খরচায় পাঁচ উইকেট নিয়েই মূলত লঙ্কার ব্যাটিংয়ে ধস নামান। এ ছাড়া হাসান আলী ও শাদাব খান দুটি করে উইকেট নেন।
লক্ষ্য ছোট, তাই এই রান টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ফখর জামান ৪৮ ও ইমাম-উল-হকের ৪৫ রানের ওপর ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।