শেষ আটে ম্যানইউ-ম্যানসিটি

ম্যানইউর জয়ের নায়ক ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড। ছবি : সংগৃহীত
লিগ কাপের শেষ আটে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি গতকাল মঙ্গলবার রাতে সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী পর্বে খেলা নিশ্চিত করে। রেড ডেভিলদের জয়ে দুটি গোলই করেছেন ইংলিশ মিডফিল্ডার জেসে লিনগার্ড।
শেষ আটে উঠেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও। তারা টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে ওলভসকে। নির্ধারিত সময় খেলা গোলশূন্য থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও অমীমাংসিত থাকে খেলা। তাই নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায় খেলা।
কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। তারা ২-১ গোলে নরউইচ সিটিকে হারিয়েছে। অবশ্য ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ছিল। তাই অতিরিক্ত সময়ে গিয়ে নিষ্পত্তি হয় খেলা।
লেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে এবং ব্রিস্টল সিটি ৪-১ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।