ফুটবলে এভাবেও গোল হয়!

নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ২-২ গোলে। ফলে ম্যাচটা গড়ায় পেনাল্টি শুট আউটে। এখানেও সমতায় ছিল দুদল। ১৯টি কিক নিলেও কোনো পক্ষই ম্যাচটা জিততে পারেনি। সাডেন ডেথেই নির্ধারিত হবে ফল। ২০তম শটটা মিস করেছিল সাত্রি অ্যাংথং। পরের শটে ব্যাংকক স্পোর্টস ক্লাব গোল করতে পারলেই জিতবে তারা। এমন সময় শট নিলেন এক ফুটবলার। বুলেট গতির বলটা গোলবারে লেগে ফিরে এলো।
ম্যাচে লাইফ লাইন পাওয়া গেছে ভেবে উল্লাস করতে শুরু করে দেন সাত্রি অ্যাংথংয়ের গোলরক্ষক। ততক্ষণে হতাশায় মুখ লুকিয়ে ফেলেছেন শট নেওয়া সেই ফুটবলার। তবে বিধিবাম! বলটা মাটিতে পড়েই স্পিনিং শুরু করে দেয়। সেটা এতটাই বাঁক নেয় যে বলটা গড়িয়ে গড়িয়ে জালে জড়িয়ে যায়। অদ্ভুত এই গোলের ভিডিও নিমেষেই ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়ে।
অদ্ভুত এই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে। ম্যাচে সাত্রি অ্যাংথংয়ে মুখোমুখি হয়েছিল ব্যাংকক স্পোর্টস ক্লাব। সেমিফাইনাল ম্যাচটা জিতে ফাইনালে উঠে গেছে ব্যাংকক।
ম্যাচটির প্রসঙ্গে ব্যাংকক স্পোর্টস ক্লাবের কোচ অপিনুন প্রাসেরসাঙ্গ বলেন, ‘বলটা বারে লাগার পর আমরা হতাশ হয়ে পড়েছিলাম। তবে ভাগ্য ভালো ছিল, আমাদের বলটা মাটিতে পড়ে গোলপোস্টের দিকে ফিরে আসে।’