সন্তানদের নম্বর ওয়ান হতে রোনালদোর পরামর্শ

সময়টা এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। কয়েকদিন আগেই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতিয়েছেন তিনি। এই মৌসুমে তাঁর দল কিছুটা পিছিয়ে থাকলেও ক্ষতি পুষিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ এই পর্তুগিজ ফুটবলার। এরই মধ্যে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়ে আরো উজ্জীবিত তিনি। এবার সন্তানদের সেরা বানাতে চান তিনি। সেই লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছেন তিনি।
সম্প্রতি টুইটারে এক ছবিতে সন্তানদের নম্বর ওয়ান হওয়ার টোটকা বাতলে দিয়েছেন সিআরসেভেন। রোনালদো লিখেছেন, ‘আমার সন্তানদের শেখাচ্ছি যে, প্রতিভা, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার একমাত্র উপায়।’ ছবিতে দেখা যায়, জিমে বেশ সিরিয়াস অনুশীলন করছেন রোনালদো। আর তাঁর বড় ছেলে রোনালদো জুনিয়র ছোট ছেলে মাতেকে নিয়ে বাবার অনুশীলন দেখছে।
এদিকে এক খুদে ভক্তের মায়ের আবদার রাখতে মেক্সিকো ছুটে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত মাসে মেক্সিকোতে এক ভূমিকম্পে নিহত হয় দুই শতাধিক মানুষ। সেই ঘটনায় নিহত হয় ১৯ জন শিশু। এরই মধ্যে একজন সান্তিয়াগো মোরা।
শিশুটি মারা যাওয়ার পর তার মা টুইটারে জানান, সান্তিয়াগো রোনালদোর বড় ভক্ত ছিল। মেয়ের আত্মার শান্তির জন্য রোনালদোকে আসার আকুতি জানান তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়া আবেদনটি রোনালদোর কান পর্যন্ত পৌঁছালে তিনি আর স্থির থাকতে পারেননি। শেষ পর্যন্ত খুদে ভক্তের বাসায় আসেন তিনি। এই সময় সান্তিয়াগোর বাবা-মাকে সান্ত্বনা দেন রিয়াল মাদ্রিদ তারকা। সান্তিয়াগো মোরা স্মরণে তার ভাই লিওনার্দোকে একটি জার্সিও উপহার দেন তিনি।