এবার আইএসের হুমকিতে নেইমার–রোনালদো!

এই কদিন আগেই মেসির রক্তাক্ত ছবি ব্যবহার করে হুমকি দিয়েছিল আইএস (ইসলামিক স্টেট)। এবার নেইমার ও রোনালদোর ছবি ব্যবহার করে আবার হুমকি দিয়েছে সংগঠনটি। সাইট ইন্টারলন্যাশনাল গ্রুপের প্রকাশিত এক পোস্টারে দেখা গেছে, এক আইএস সদস্য নেইমারের গলায় ছুরি ধরে আছে। আর মাটিতে লুটিয়ে পড়ে আছেন মেসি।
আইএসের সেই পোস্টারে লেখা ছিল, ‘মুসলিম দেশগুলোতে আমরা নিরাপত্তা উপভোগ করতে না পারলে, তোমরাও তা পাবে না।’
রোনালদোকে নিয়ে নতুন একটি পোস্টার প্রকাশ করেছে তারা। সেখানে রিয়াল তারকার চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে, আর তাঁর পেছনে দাঁড়িয়ে আছেন এক অস্ত্রধারী জঙ্গি। পোস্টারে লেখা, ‘অপেক্ষায় থাক, আমরাও অপেক্ষায় আছি। আর আমরা যা বলি সেটা শোনা যায় না দেখতে হয়।’
এর আগে মেসিকে নিয়ে প্রকাশ করা পোস্টরে দেখা যায়, হাজতে আটকে আছেন এই আর্জেন্টাইন তারকা। আর তাঁর চোখ বেয়ে রক্ত ঝরছে। সেখানে লেখা, ‘জাস্ট টেররিজম’।
আগামী বছরের রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দর্শকমনে ভয়ভীতি ছড়াতেই এই উদ্যোগ নিয়েছে তারা। তারই অংশ হিসেবে মেসি-নেইমার-রোনালদোর ছবি ব্যবহার করছে জঙ্গি সংগঠনটি।