‘আরও ৮ বছর বিশ্ব ক্রিকেটে ছড়ি ঘোরাবে ভারত’

নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। এমন ধারাবাহিক সাফল্যে তরুণ ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের বিশ্বাস আগামী ৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসনের জন্য ভারতীয় দলের ক্রিকেটাররা তৈরি আছেন।
মেগা ফাইনালের পর কোহলি বলেন, “শিরোপা জয়ের জন্য গোটা সবাইকেই বিভিন্ন ম্যাচে এগিয়ে আসতে হয়। আমরাও পেরেছি বলেই এই টুর্নামেন্ট জিততে পেরেছি। ছেলেরা এতটা প্রভাববিস্তারি ইনিংস খেলেছে, ছাপ রাখার মতো সব স্পেল করেছে… এরকম সম্মিলিথ পারফরম্যান্সই শিরোপা এনে দেয়।”
কোহলি আরও যোগ করেন, “আমি খুবই খুশি যে, আমরা একতাবদ্ধ হয়ে খেলতে পেরেছি এবং নিজেদের সঙ্গ উপভোগ করি। দল হিসেবে এতটা অসাধারণ সময় কেটেছে আমাদের! খুবই দারুণ একটি টুর্নামেন্ট কাটল।’’
তরুণদের কৃতিত্ব দিয়ে কোহলি বলেন, “সবাই চায়, ছেড়ে যাওয়ার সময় দলকে আরও ভালো জায়গায় রেখে যেতে। আমার মনে হয়, এমন একটি স্কোয়াড আমাদের আছে, আগামী আট বছর গেটা বিশ্বকে আমরা দেখিয়ে দিতে পারি। শুবমান অসাধারণ করছে, শ্রেয়াস দারুণ, কেএল (রাহুল) ম্যাচ শেষ করছে নিয়মিত এবং হার্দিকও দুর্দান্ত করছে।”
উল্লেখ্য, গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৯ মাসের মধ্যে দ্বিতীয় আইসিসি ইভেন্টের ট্রফি জিতলো মেন ইন ব্লুরা। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিততে না পারার আক্ষেপও যেন ঘুচলো। ২০০২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে যৌথভাবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তার ১১ বছর পর ইংল্যান্ডকে হারিয়ে ২০১৩ সালে শিরোপা জেতে তারা। এবার এক যুগ পর তারা হাতে নিলো তৃতীয় ট্রফি।