কোহলির ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে শূন্য

দীর্ঘ ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা সুখকর হচ্ছে না বিরাট কোহলির জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমে ফিরেছিলেন শূন্য রানে। এবার দ্বিতীয় ওয়ানডেতেও একই অভিজ্ঞতার স্বীকার হলেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ১৭ বছরের ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন কোহলি।
অ্যাডিলেডে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে জাভিয়ের বার্টলেটের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন কোহলি। এদিন তিনি খেলতে পেরেছেন মাত্র চার বল।
এর আগে প্রথম ওয়ানডেতে পার্থেও ৮ বল খেলে কোনো রান করতে পারেননি এই ভারতীয় ব্যাটার। স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফিরেছিলেন তিনি।
কোহলির ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথমবার টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া। কোহলির ওয়ানডে ক্যারিয়ারে শূন্য রানে ফেরার সংখ্যাটা এখন ১৮ বার।
ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ডে এখনও সবার ওপরে শচীন টেন্ডুলকার। ৪৬৩ ওয়ানডেতে তিনি মোট ২০ বার শূন্যে ফিরেছেন। এরপর আছেন জাভাগাল শ্রিনাথ, তার ক্যারিয়ারে শূন্যের সংখ্যা ১৯। এছাড়া যুবরাজ সিং ও আনিল কুম্বলে ১৮ বার শূন্য হয়েছেন। টেন্ডুলকারের রেকর্ড ছুঁতে এখন খুব কাছাকাছি চলে এসেছেন কোহলি।
তিন ফরম্যাট মিলিয়ে তার শূন্যের সংখ্যা দাঁড়িয়েছে ৪০। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি এখনো জাহির খানের। ৪৩ বার শূন্যের সম্মুখীন হয়েছেন সাবেক এই পেসার।
বিশ্বব্যাপী ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ডটি রয়েছে শ্রীলঙ্কার সানাৎ জায়াসুরিয়ার। ৪৪৫ ম্যাচে ৩৪ বার মূন্য রানে ফিরেছেন তিনি।