৭ মাস পর কোহলির প্রত্যাবর্তন, ফিরলেন শূন্য রানে

ভারতের হয়ে দীর্ঘ ৭ মাস পর মাঠে ফিরলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি একেবারেই স্মরণীয় হলো না দুই অভিজ্ঞ ব্যাটারের জন্য। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুজনই ফিরেছেন এক অঙ্কের নিচে। কোহলি ফিরেছেন শূন্য রানে আর রোহিত ৮ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে প্রথমবার শূন্য রানে ফিরলেন কোহলি।
আজ রোববার (১৯ অক্টোবর) নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের নতুন যুগের শুরুটা হয়েছে চাপে পড়েই। ইনিংসের শুরুতেই ২৫ রানে হারিয়ে বসে ৩ উইকেট, যার মধ্যে ছিলেন রোহিত, কোহলি ও গিল নিজেই।
রোহিত, গিল ও কোহলির ব্যাট থেকে এসেছে মোটে ১৮ রান। যা ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকে ওয়ানডেতে ভারতের প্রথম তিনজন ব্যাটারের সর্বনিম্ন সম্মিলিত রান এটি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে প্রথম তিনজন ব্যাটার লোকেশ রাহুল, রোহিত ও কোহলি মিলে করেছিলেন ৩ রান।
রোহিত আউট হন মাত্র ৮ রান করে। চতুর্থ ওভারে জশ হ্যাজলউডের বলে স্লিপে ম্যাট রেনশর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
কোহলির প্রত্যাবর্তনটা হয়েছে আরও হতাশার। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। সপ্তম ওভারে মিচেল স্টার্কের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে কুপার কনোলির হাতে ধরা পড়েন কোহলি। জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় বোলার হিসেবে মিচেল স্টার্ক ওয়ানডেতে দুইবার শূন্য রানে ফেরালেন কোহলিকে।
অস্ট্রেলিয়ার মাটিতে ৩০টি ওয়ানডে খেলে এই প্রথমবার এমন তিক্ত অভিজ্ঞতার স্বাদ পেলেন কোহলি। ওয়ানডে সংস্করণে অস্ট্রেলিয়ায় এটিই তার প্রথম ‘শূন্য’ রানে আউট হওয়া। এখানে ৩০ ম্যাচে ৪৯.১৪ গড়ে তিনি ১৩২৭ রান করেছেন কোহলি।
রোহিত ও কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর খেলেছেন শুধু ওয়ানডে সংস্করণে। তারা দুজন ভারতের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২৫ সালের ৯ মার্চ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ২২৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তারা।
অধিনায়ক গিলের অধীনে খেলাটা নতুন অভিজ্ঞতা রোহিত ও কোহলির জন্য। কেননা ২০১৬ সালের ২৯ অক্টোবর তার দুজন সর্বশেষ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনির অধীনে। এরপর পালাক্রমে দলের ভার উঠেছে তাদের দুজনের হাতে। তাদের যুগ শেষে এবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন গিল।