পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৪০ রানের লিড পেল ইংল্যান্ড
অ্যাশেজে পার্থ টেস্টে ৪০ রানের লিড নিয়েই প্রথম ইনিংস শেষ করেছে ইংল্যান্ড। পেসার মিচেল স্টার্কের গতিতে ইংলিশদের ধসিয়ে দিয়ে শুরুটা ভালোই করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর ইংলিশ পেসারদের দাপটে ভুগেছে অসি ব্যাটাররাও। সব মিলিয়ে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের ২০ উইকেটই গেছে পেসারদের ঝুলিতে।
পার্থে টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২.৫ ওভারে ১৭২ রান করে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন হ্যারি ব্রুক। এছাড়া ওলি পোপ ৪৬ ও জেমি স্মিথ করেন ৩৩ রান।
অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। এছাড়া ব্রেন্ডন ডগেট ২টি ও ক্যামেরুন গ্রিন পেয়েছেন ১ উইকেট।
এরপর অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের দাপটে ৪৫.২ ওভারে ১৩২ রানেই থেমেছে। এতে ৪০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড।
আরও পড়ুন: পেসারদের ইতিহাসে শেষ হলো পার্থ টেস্টের প্রথম দিন
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে। এ ছাড়া ক্যামেরুন গ্রিন ২৪, ট্রাভিস হেড ২১ ও অধিনায়ক স্মিথ ১৭ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে অধিনায়ক বেন স্টোকস পেয়েছেন ৫ উইকেট। আর বাকি ৫ উইকেটের ৩টি পেয়েছেন ব্রাইডন কার্স ও ২টি পেয়েছেন জোফরা আর্চার।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ৩৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে প্রথম দিন শেষ করেছে অসিরা। ইংল্যান্ডের থেকে ৪৯ রানে পিছিয়ে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া।
আজ মাত্র ১ উইকেট হাতে রেখে দিন শুরু করে অসিরা। দ্বিতীয় দিনের শুরুতে স্কোরবোর্ডে মাত্র ৯ রান যোগ করতেই অলআউট হয়েছে স্টিভেন স্মিথের দল। অসিদের শেষ উইকেট তুলে নিয়েছেন ব্রাইডন কার্স, ২১ বলে ৪ রান করে ফিরেন নাথান লায়ন।
আরও পড়ুন: পার্থে স্টার্কের গতিতে ধসে পড়ল ইংল্যান্ড
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও প্রথম ওভারেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। স্টার্কের করা ওভারের পঞ্চম বলে স্টার্কের হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন জ্যাক ক্রলি। রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি।
এর আগে প্রথম ইনিংসেও স্টার্কের করা প্রথম ওভারেই শূন্য রানে ফিরছিলেন ক্রলি। পরপর দুই ইনিংসেই প্রথম ওভারে একই বোলারের কাছে পরাস্ত হলেন এই ইংলিশ ব্যাটার।

স্পোর্টস ডেস্ক