ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ফিরছেন তারকা অলরাউন্ডার
ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া তাদের স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে। চোট কাটিয়ে ফিরছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছে। এছাড়া ২০ বছর বয়সী পেসার মাহলি বিয়ার্ডম্যানে আন্তর্জাতিক অভিষেক হতে পারে এই সিরিজ দিয়ে। তাকেও ডাকা হয়েছে শেষ তিন ম্যাচের জন্য।
অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজের আগে মাউন্ট মঙ্গানুইয়ে নেটে বোলিং করার সময় মিচেল ওয়েনের শট ম্যাক্সওয়েলের কবজিতে লাগে। এতে হাড়ে চিড় ধরে এই অলরাউন্ডারের। এরপর সেই সিরিজ থেকে ছিটকে যান তিনি।
ভারত সিরিজেও ম্যাক্সওয়েলের খেলা নিয়ে সংশয় ছিল। তবে সেই শঙ্কা কাটিয়ে আপাতত সিরিজে শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে রাখা হয়েছে।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে মার্নাস লাবুশেনকে এবং টি-টোয়েন্টি সিরিজের মাঝে জশ হ্যাজলউড এবং শন অ্যাবটকে শেফিল্ড শিল্ডে খেলার জন্য ছেড়ে দিচ্ছেন নির্বাচকরা। নভেম্বরের ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রস্তুতি নিতেই মূলত তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ইতোমেধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে থাকছেন না লাবুশেন। প্রথম দুই ম্যাচেও অবশ্য তাকে নামানো হয়নি।
নতুন পরিবর্তনে ওয়ানডে দলে যুক্ত হয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান। এছাড়া টি-টোয়েন্টি দলে যোগ হয়েছেন জশ ফিলিপ। তবে হ্যাজলউড প্রথম দুই টি-টোয়েন্টি খেলার পর দল ছাড়বেন, আর অ্যাবট তৃতীয় ম্যাচ খেলার পর ফিরে যাচ্ছেন।
টি-টোয়েন্টিতে হ্যাজলউড ও অ্যাবটের পরিবর্তে গ্লেন ম্যাক্সওয়েল শেষ তিনটি ম্যাচে এবং বেন ডোয়ারশুইস খেলবেন শেষ দুই ম্যাচে। বিয়ার্ডম্যানও যুক্ত হয়েছেন শেষ তিন ম্যাচের জন্য। ।
নতুন মুখদের মধ্যে ২০ বছর বয়সী পেসার বিয়ার্ডম্যানের নজর কাড়ছেন সবার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই তরুণ পেসার গত বছর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলে ছিলেন। ফাইনালে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। তবে এখন পর্যন্ত তার অভিজ্ঞতা খুব কম। মাত্র পাঁচটি লিস্ট ‘এ’ ম্যাচ ও দুটি বিগ ব্যাশ ম্যাচ খেলেছেন।
তবে এই মৌসুমে ওয়ান–ডে কাপে দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দারুণ পারফর্ম করছেন বিয়ার্ডম্যান। তার মধ্যে ভবিষ্যতের অস্ট্রেলিয়ান পেসারদের ধারাবাহিকতায় নতুন সংযোজন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর আগে যেমন আগে জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি ও মিচেল ওয়েনকে দ্রুত সুযোগ দেওয়া হয়।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ক্যানবেরায় শুরু হচ্ছে ২৯ অক্টোবর।

স্পোর্টস ডেস্ক