দুই দশক পর ফিরল লিওনাইন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা
দীর্ঘ ২১ বছর বিরতির পর আবারও শুরু হয়েছে লিওনাইন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা। রাজধানীর একটি রেস্টুরেন্টে আজ শুক্রবার (১৪ নভেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। স্বাগতিক বাংলাদেশসহ চারটি দেশের মোট ১০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়।
লিওনাইন তৃতীয় গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা ২০২৫- এর আয়োজক লিওনাইন ক্লাবের সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন জিম্মু বলেন, 'নানা কারণে আমরা দীর্ঘ সময় টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি। ২০০৩ ও ২০০৪ সালের পর বিভিন্ন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলেও আমরা গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি। আশাকরি, এখন থেকে আমরা এটি নিয়মিত করতে পারব।'
টুর্নামেন্টের প্রধান আয়োজক তাসমিন সুলতানা লাবণ্য বলেন, 'হঠাৎ করেই করা জিএম টুর্নামেন্ট। যেহেতু উদীয়মান বাচ্চারা খেলতে পারবে, এটা ভেবেই টুর্নামেন্ট করা। ভাবলাম দেশের বাচ্চারা ভালো করছে। আমি চাইব এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় উঠে আসুক। এটাই প্রত্যাশা।'
১৪ নভেম্বর শুরু হওয়া রাউন্ড রবিন টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৪ নভেম্বর। বিদেশিদের মধ্যে অংশ নিচ্ছেন জিএম আবদিমালিক (উজবেকিস্তান), জিএম নগুয়েন ডাক হোয়া (ভিয়েতনাম), আইএম আরিয়ান ভার্শনি, এফএম ভেদান্ত পানেসার (ভারত)।
বাংলাদেশ থেকে লড়বেন জিএম রিফাত বিন সাত্তার, আইএম মোহাম্মদ ফাহাদ রহমান, আইএম মনন রেজা নীড়, তাহসিন তাজওয়ার, এফএম সাকলাইন মোস্তফা সাজিদ ও আবু সুফিয়ান শাকিল।

ক্রীড়া প্রতিবেদক