নতুন মাইলফলক স্পর্শ করলেন কেইন

বায়ার্নের জার্সিতে দারুণ ছন্দে আছেন হ্যারি কেইন। চলতি মৌসুমে মাঠে নেমেই গোলের দেখা পেয়ে যাচ্ছেন এই ইংলিশ স্ট্রাইকার। গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন তিনি। আর এতেই নিজের ক্লাব ক্যারিয়ারে অসাধারণ এক মাইলফলক স্পর্শ করলেন কেইন। ক্লাব ফুটবলে এটি তার ৪০০ তম গোল।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল রাতে বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২–১ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ২২তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন কেইন।
এরপর ম্যাচের ৭৮তম মিনিটে বায়ার্নের দ্বিতীয় গোলটি করেন মাইকেল ওলিস। এর ছয় মিনিট পর জুলিয়ান ব্রান্ডট একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ডর্টমুন্ড। এতে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
ডর্টমুন্ডের বিপক্ষে গোলটি বায়ার্নের হয়ে কেইনের ১০৪তম গোল। এর আগে টটেনহ্যাম হটস্পারের হয়ে সর্বোচ্চ ২৮০টি, মিলওয়ালের হয়ে নয়টি, লেইটন ওরিয়েন্টের হয়ে পাঁচটি এবং লেস্টার সিটির হয়ে দুটি গোল করেন এই ইংলিশ স্ট্রাইকার।
বায়ার্ন মিউনিখের হয়ে কেইনের রেকর্ড নিঃসন্দেহে অবিশ্বাস্য। ১০৪ গোল করেছেন মাত্র ১০৭ ম্যাচে। চলতি মৌসুমে তো যেন জীবনের সেরা ছন্দে রয়েছেন তিনি। বুন্ডেসলিগায় এখন পর্যন্ত সাত ম্যাচে করেছেন ১২ গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে কেইনের গোলসংখ্যা এরই মধ্যে ১৬ ম্যাচে ২২টি।
ডর্টমুন্ডের বিপক্ষে এই জয়ে বুন্দেসলিগায় এখন পর্যন্ত সাত ম্যাচের সবগুলোতে জয় তুলে নিয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, ১৪ পয়েন্ট নিয়ে চারে ডর্টমুন্ড।