পাকিস্তানি বাবা ও ভারতীয় মায়ের ছেলে খেলবেন জিম্বাবুয়ের জার্সিতে

জিম্বাবুয়ে ক্রিকেট দলে অনেক খেলোয়াড় রয়েছেন যাদের জন্ম কিংবা বেড়ে ওঠা ভিন্ন কোন দেশে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে এমন একজন খেলোয়াড়ের অভিষেক হতে যাচ্ছে যার বাবা-মা ভিন্ন দুটির দেশের বংশোদ্ভূত, তার জন্ম এক দেশে, বেড়ে ওঠা এক দেশে এবং খেলবেন অন্য একটি দেশের হয়ে। বলা হচ্ছে আন্তম নাকভির কথা, পাঁচটি দেশের সাথে যার যোগসূত্র রয়েছে। পেশাদার পাইলট থেকে পেশাদার ক্রিকটোর হিসেবে জিম্ববুয়ের জার্সিতে তার অভিষেক হতে পারে আজ।
নকভি প্রথম-শ্রেণির ক্রিকেটে নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছেন। যেখানে তার গড় ৭০ এর কাছাকাছি। ২০২৩ সালে জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে মিড ওয়েস্ট রাইনোসের হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে পান ৫ উইকেট। এমনকি পরের ম্যাচেও তার ব্যাট থেকে এসেছে শতরানের ইনিংস।
২০২৪ সালে, তিনি জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি হাঁকান। পরিসংখ্যান অনুযায়ী, ২৬টি প্রথম-শ্রেণির ইনিংসে ৬৭.৭৫ গড় ও ৭২.৬৫ স্ট্রাইক রেটে তার রান ১৬২৬।
২৬ বছর বয়সী নকভি বর্তমানে জিম্বাবুয়ের অন্যতম উদীয়মান তারকা। ব্যাট হাতে তার সর্বশেষ তিনটি ইনিংস ১৫৮, ৬৮, ১০৮। মূলত তার অসাধারণ ব্যাটিংয়ের কারণেই তাকে জাতীয় দলের স্কোয়াডে রেখেছে জিম্ববুয়ে।
নাকভির বাবা পাকিস্তানি বংশোদ্ভূত এবং মা ভারতীয় বংশোদ্ভূত। তিনি বেলজিয়ামে জন্মগ্রহণ করলেও, চার বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানে বাণিজ্যিক বিমানসংস্থার পাইলটের লাইসেন্সও রয়েছে তার।
কিন্তু ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য বিমানচালনা করার স্বপ্ন ত্যাগ করেন। ক্রিকেটের নেশায় পাড়ি জমান জিম্বাবুয়েতে। এরপর ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে এখন অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের জার্সিতে মাঠে নামার।