টুইটারে শোয়েব-সানিয়ার রোমান্টিক বার্তা আদান-প্রদান

খারাপ ফর্মের কারণে একটা সময় পাকিস্তান জাতীয় দলে ব্রাত্যই হয়ে পড়েছিলেন শোয়েব মালিক। চারদিক থেকে সমালোচনা ভেসে আসছিল এই অলরাউন্ডারের জন্য। অনেকে সানিয়া মির্জাকে শোয়েবের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী করতে থাকেন। তবে বর্তমানে খারাপ সময়টা পেরিয়ে এসেছেন মালিক। সানিয়া মির্জাই অনুপ্রেরণা জুগিয়েছেন এই অলরাউন্ডারকে। সম্প্রতি টুইটারে একে অপরের প্রতি রোমান্টিক বার্তা আদান-প্রদান করেছেন এই সেলিব্রেটি দম্পতি।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতেছেন শোয়েব মালিক। পেয়েছেন একটি মোটরবাইক। শোয়েবের এমন সাফল্য ছুঁয়ে গেছে সানিয়া মির্জাকে। স্বামীর এমন অর্জনে বেশ খুশি এই টেনিস সেনসেশন। টুইটারে শোয়েব মালিকের বাইকে ওঠার ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘চলো, আবার ঘুরতে যাই।’
স্ত্রীর টুইটারে জবাবে শোয়েব মালিক বেশ আবেগঘন ভাষায় লিখেছেন, ‘জান, তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি।’
খানিক বাদে আরেকটি টুইট করেন সানিয়া মির্জা। সেই ছবিতে দেখা যায়, শোয়েব মালিকের বাইকের পেছনে বসে আছেন শাদাব খান। স্বামীকে খানিকটা টিপ্পনী কেটে সানিয়া বলেন, ‘ওহ থাক তাহলে, দেখছি একজন ইতিমধ্যে বসে গেছে।’
সানিয়ার টুইটের জবাবে শোয়েব মালিক বলেন, ‘আমি তাঁকে স্টেডিয়ামে কয়েক চক্কর ঘুরিয়ে রেখে আসব। এটা কোনো সমস্যা নয়।’
শোয়েব-সানিয়ার এমন মধুর ঝগড়ায় মজা করে দুঃখও প্রকাশ করে নিয়েছেন শাদাব খান। এই স্পিনার বলেন, ‘দুঃখিত ভাবি।’
২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা ও পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক।