তাজিকিস্তানের সঙ্গে যুব ফুটবল দলের ম্যাচ ড্র

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার অনুষ্ঠিত দুই দলের লড়াইটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
তাজিকিস্তানের মাঠে অবশ্য স্বাগতিক দলটি তুলনামূলক আক্রমণে বেশি এগিয়ে ছিল। তবে বাংলাদেশের যুব ফুটবলাররা কম যায়নি, তাদের সঙ্গে পাল্লা দিয়ে ভালোই লড়েছে।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে। দিনের অন্য ম্যাচে মালদ্বীপ ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে।