মুনরো ম্যাজিকের দিনে সবচেয়ে খরুচে সিরাজ

ভারতের বোলিং লাইন-আপের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হয় মোহাম্মদ সিরাজকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। তবে মনে রাখার মতো কিছু করতে তো পারেননি, উল্টো অভিষেকে সবচেয়ে খরুচে বোলারদের তালিকায় ঢুকে পড়লেন সিরাজ।
ওয়ানডে সিরিজে হারের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলির ঝড়ে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিউইরা। কলিন মুনরোর শতকে ভারতের সামনে ১৯৭ রানের পাহাড়সম স্কোর দাঁড় করিয়েছে সফরকারী দলটি। ৫৮ বলে ১০৭ রান করেন এই কিউই ব্যাটসম্যান।
মুনরোর দারুণ শতকের দিন বল হাতে দারুণ ব্যয়বহুল হয়েছেন মোহাম্মদ সিরাজ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো এই বোলারের। ৪ ওভার বল করে ৫৩ রান দিয়ে একটি মাত্র উইকেট পেয়েছেন তিনি। এমন বোলিং বিশ্লেষণ ইতিহাসে জায়গা করে দিয়েছে তাঁকে। রেকর্ডটা অবশ্যই লজ্জার। বিশ্বক্রিকেটের সীমিত ওভারের এই ফরম্যাটে অভিষেক ম্যাচে সিরাজের চেয়ে বেশি রান দিয়েছেন কেবল দুজন। ২০০৭ সালে অভিষেক ম্যাচে ৪ ওভারে ৫৭ রান দিয়েছিলেন সিরাজের স্বদেশি জোগিন্দর শর্মা। আর ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন তাঁর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দিয়েছিলেন ৬৪ রান।