মাহমুদউল্লাহর অর্জনে গর্বিত সাকিব-মুশফিকরা

দেশের ক্রিকেট থেকে আরেকটি নাম অতীত হয়ে গেল। গতকাল বুধবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিদায় স্মৃতিকাতর করে তুলেছে সতীর্থদের। সেই স্মৃতি স্মরণ করেই মাহমুদউল্লাহকে ভালোবাসায় সিক্ত করলেন সাকিব-তামিম-মাশরাফীরা।
মাহমুদউল্লার বিদায়ী পোস্টের পর একে একে সতীর্থরা পোস্ট দিচ্ছেন তাকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরব থাকা সাকিব আল হাসানও দিয়েছেন আবেগঘন পোস্ট।
ফেসবুকে মাহমুদউল্লাহর সঙ্গে একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, 'রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, সহনশীলতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী।।'
জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল লিখেছেন, 'বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন, রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠের ভেতরে ও বাইরে আমাদের অনেকের জন্য অনুপ্রেরণা। আমরা যে ড্রেসিং রুমে কাটানো স্মৃতিগুলো সবসময় মনে রাখব। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীর দিনগুলোর জন্য শুভকামনা…।'
বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে দীর্ঘদিন খেলেছেন মাহমুদউল্লাহ। তার বিদায়ী দিনে তাইতো চুপ থাকতে পারেননি মাশরাফীও। লম্বা স্ট্যাটাসে লিখেছেন, 'দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি। মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়!'
মাশরাফী আরও লিখেছেন, 'অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।'
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম সম্পর্কে মাহমুদউল্লাহর ভায়রা ভাই। তবে সেই সম্পর্ক ছাপিয়ে ক্রিকেটীয় বন্ধনে দুজন ছিলেন বন্ধুর মতো। কদিন আগে মুশফিক নিজেও নিয়েছিলেন অবসর। কাল মাহমুদউল্লাহর অবসর নিয়ে তিনি লিখেছেন, 'আপনার সঙ্গে এত বছর একসঙ্গে মাঠে খেলা সত্যিই বিশাল সম্মানের ব্যাপার ছিল। আপনার দিক নির্দেশনা ও একসঙ্গে গড়া অসংখ্য স্মৃতির জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি দেশের জন্য যা কিছু অর্জন করেছেন, তা নিয়ে আমি অসম্ভব গর্বিত। মাশাল্লাহ, আপনার প্রাপ্য এই অবসর উপভোগ করুন, রিয়াদ ভাই।'