মেসির সেরা পিএসজি-ম্যানসিটি!

চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে লিওনেল মেসি এগিয়ে রাখছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। এই বার্সেলোনা তারকা মনে করেন তাঁর দলকে হারাবার সামর্থ্য আছে ম্যানচেস্টার সিটির।
দ্য মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখকেও হুমকি হিসেবে দেখছেন। পাশাপাশি নিজের সাবেক গুরু পেপ গার্দিওলার দলের বিপক্ষেও থাকছেন হুঁশিয়ার।
আর্জেন্টিনার অধিনায়ক মেসি এ ব্যাপারে বলেন, ‘ম্যানচেস্টার সিটি এখন অন্যতম শক্তিশালী একটি দল। পিএসজিও তাই।’
স্প্যানিশ লিগে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে এই বার্সা তারকা বলেন, ‘রিয়াল মাদ্রিদের কথা ভুলে গেলে চলবে না। তাদেরও সামর্থ্য আছে এবং তারা অভিজ্ঞও। অবশ্য এ বছর তারা প্রত্যাশিত ফল পাচ্ছে না।’
মেসি অবশ্য সেরা মানছেন পিএসজি আর ম্যানসিটিকেই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের মতে, ‘বায়ার্ন মিউনিখকেও ভাবনায় রাখতে হবে। তারা ম্যাচের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। কিন্তু বর্তমানে পিএসজি আর ম্যানচেস্টার সিটিই সেরা।’