২৩ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

অপেক্ষাটা বেশ দীর্ঘ—২৩ বছরের। এই সময়ে মোহামেডান চেষ্টার কমতি রাখেনি। অন্যান্য শিরোপা জিতলেও ২০০২ সালের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শ্রেষ্ঠত্ব থেকে যায় অধরা। অপেক্ষার পালা শেষে ধরা দিল ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্ব। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর হারে আজ শনিবার (১৭ মে) শিরোপা নিশ্চিত হয়েছে মোহামেডানের।
তিন ম্যাচ বাকি থাকতেই বিপিএলের শিরোপা চলে গেছে মোহামেডানের ঘরে। মতিঝিল পাড়ার ক্লাবটি আজ তাকিয়ে ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামের দিকে। সেখানে ঢাকা আবাহনী মুখোমুখি হয় ফর্টিস এফসির। আবাহনী জিতলে মোহামেডানকে অপেক্ষা করতে হতো আরও অন্তত এক ম্যাচ। দুর্দান্ত খেলে এবার যে আগেভাগেই শিরোপা জয়ের পথে এক পা দিয়ে রেখেছে সাদাকালোরা।
কিন্তু, মোহামেডানকে আর অপেক্ষা করতে হয়নি। লিগের ১৫তম রাউন্ডের ম্যাচে ঢাকা আবাহনীকে ফর্টিস হারিয়েছে ২-১ গোলে। রেফারির শেষ বাঁশি বাজার পর ফর্টিসের ফুটবলাররা উল্লাস করেছে অন্যতম সেরা দলকে হারানোর আনন্দে। আর মোহামেডানের উৎসব হয়েছে ২৩ বছর পর দেশের শীর্ষ লিগ জয়ের সুবাসে।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা মোহামেডানের পয়েন্ট ১৫ ম্যাচে ৩৮। ১২ জয়ের বিপরীতে ২ ড্র, হার মাত্র ১টি। দুইয়ে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট ১৫ ম্যাচে ২৮। অর্থাৎ, মোহামেডানের বাকি থাকা তিনটি ম্যাচে হয়ে রইল নিয়মরক্ষার। কারণ, তারা সবকটি ম্যাচ হেরে গেলে এবং ঢাকা আবাহনী জিতলেও এক পয়েন্ট এগিয়ে থাকবে সাদাকালোরা।