আফ্রিদির টুইটে ফুঁসছে ভারতের ক্রিকেটপাড়া!

আফ্রিদির এই টুইটে পুরো ভারতই যেন ফুঁসে উঠেছে। বিশেষ করে দেশটির ক্রিকেটপাড়া। ক্রিকেটাররা যেন আফ্রিদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গৌতম গম্ভীর, বিরাট কোহলি, কপিল দেব থেকে শুরু করে সুরেশ রায়না—কেউই বাদ যাচ্ছেন না। এবার এই দলে শামিল হলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাঁর সঙ্গে যোগ দিলেন শিখর ধাওয়ানও।
বৃহস্পতিবার টুইটারে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান লিখেন, ‘আগে নিজের দেশের হাল ধরো। নিজের মতামত নিজের কাছে রাখো। নিজের দেশের জন্য আমরা যা করছি, সেটাই ঠিক। আগে কী করতে হবে, আমরা জানি। তোমাকে এসব ব্যাপারে ভাবতে হবে না।’
শিখর ধাওয়ানের পরপরই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শচীন বলেন, ‘আমাদের দেশের ব্যাপারে কোনো বহিরাগতের মন্তব্য করার দরকার নেই। ওখানে থাকা ভারতীয় প্রতিনিধিরা বিষয়টির গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন।’
এর আগে বেঙ্গালুরুতে আইপিএলে প্র্যাকটিসের সময় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সাংবাদিকদের বলেছিলেন, ‘একজন ভারতীয় হিসেবে আমি সব সময় দেশের ভালো চাইব। দেশের স্বার্থে পাশে দাঁড়াব। যদি কেউ এর বিরোধিতা করে, তবে তাকে সমর্থন করার প্রশ্নই আসে না।’
তবে পুরো বিষয়টি না জেনে বিরাট মন্তব্য করতে নারাজ। তবে যেকোনো পরিস্থিতিতে দেশের প্রতি তাঁর পূর্ণ সমর্থন থাকবে বলে জানান এই ভারতীয় সফল তারকা।
বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাও বাদ যাননি। টুইটারে তিনি লেখেন, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা ভারতেরই থাকবে। আমাদের পূর্বপুরুষ এখানেই জন্মেছেন।
আমি আশা করব, আফ্রিদি ভাই পাকিস্তান আর্মিকে আমাদের কাশ্মীরে সন্ত্রাসবাদ ও যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে বলবেন। আমরা শান্তি চাই।’
সবচেয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি আফ্রিদিকে উদ্দেশ করে লিখেছেন, ‘তাঁকে নিয়ে ভাবার মতো সময় নেই। সে কে? তাঁকে কেন এত গুরুত্ব দিচ্ছি আমরা? বাইরের কাউকে তো এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই আমাদের!’
উল্লেখ্য, কাশ্মীরে ভারতীয় সেনাদের বর্বর আচরনের প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি এক টুইট বার্তায় লিখেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরে নিষ্পাপ নাগরিকদের হত্যা করা হচ্ছে। তাদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দাবিতে হস্তক্ষেপ করা হচ্ছে। এই সময়ে কোথায় গেল জাতিসংঘ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো?’