নিউজিল্যান্ডেও দারুণ সাফল্য পাকিস্তানের
এই কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সাফল্য পেয়েছিল পাকিস্তান। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ একটি অর্জন নিজেদের ঝুলিতে নিয়েছে তারা। বাবর আজমের চমৎকার রেকর্ডের ওপর ভর করে দুবাইয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৪৭ রানে সহজেই হারিয়েছে পাকিস্তান। তাই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে।
বাবর আজমের চমৎকার নৈপুণ্যেই সাফল্য পেয়েছে পাকিস্তান। বাবর ৫৮ বলে সাতটি চার ও দুটি ছক্কার সহায়তায় ৭৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। তাই দারুণ একটি কীর্তিও গড়েছেন তাঁরা। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
এ ছাড়া মোহাম্মদ হাফিজ ৩৪ বলে দুটি ওভার বাউন্ডারি ও চারটি বাউন্ডারির সহায়তায় অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেছেন। এ দুজনের ব্যাটিংয়ে ভর করে পাকিস্তান দুবাই স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং থেকে ৩ উইকেটে ১৬৬ রানের স্কোর করে।
এরপর পাকিস্তানি দুই স্পিনার শাদাব খান ৩০ রানে তিনটি ও ইমাদ ওয়াসিম ২৮ রানে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস ১১৯ রানে গুটিয়ে দেন। মাত্র ২৩ রানে কিউইরা তাদের শেষ আটটি উইকেট হারিয়েছে। ৩৮ বলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সহায়তায় কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৬০ রান সংগ্রহ করেছেন। এ ছাড়া ওপেনার গ্লেন ফিলিপসের ব্যাট থেকে এসেছে ২৬ রান।
ব্যাটিংয়ে নেমে ৪৮ রান করার পরেই আজম টি২০-তে হাজার রানের নতুন রেকর্ড গড়েন। মাত্র ২৬ ইনিংসে তিনি এই রেকর্ড গড়েছেন। এর আগে ২৭ ইনিংসে হাজার রান সংগ্রহ করে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতীয় তারকা বিরাট কোহলি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে টি২০-তে অভিষেক হওয়ার পর থেকেই আজম নিজেকে প্রমাণ করে চলেছেন। ওই সময় অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের অধীনে পাকিস্তানও বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষে নিয়ে যায়। এর পর থেকে পাকিস্তান ৩৩টি টি২০ ম্যাচে জিতেছে ২৯টিতে, পরাজিত হয়েছি মাত্র চারটিতে। এ বছর ১৯টির মধ্যে জয়ী হয়েছে ১৭টিতে। গতকাল টানা ৯টি টি২০-তে জয়ের ধারা অব্যাহত রাখল পাকিস্তান। জুলাইয়ে হারারেতে অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ পরাজিত হয়েছিল সরফরাজের দল।
বিগ হিটার কলিন মুনরো (২) ও কলিন ডি গ্র্যান্ডহোমকে (৬) হারানোর পর উইলিয়ামসন ও ফিলিপস তৃতীয় উইকেটে ৮৩ রান যোগ না করলে নিউজিল্যান্ডের পরাজয়ের ব্যবধান হয়তো আরো বড় হতো। কিন্তু শাদাবের একই ওভারে এ দুজনও সাজঘরে ফিরলে বাকি ব্যাটসম্যানদের মধ্যে শুধু ইস সোদি (১১) দুই অঙ্কের কোটা পার করতে পেরেছেন। রস টেইলর (৭), মার্ক চ্যাপম্যান (২) ও টিম সেইফার্ত (০) দ্রুত আউট হলে নিউজিল্যান্ডের পরাজয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অভিষিক্ত ওয়াকাস মাকসুদ ২১ রানে নিয়েছেন দুই উইকেট।

স্পোর্টস ডেস্ক