দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন মোসাদ্দেক
এবারের জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগের হয়ে অসাধারণ একটি দ্বিশতক করেছেন তিনি। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে জাতীয় লিগের আগের আসরেও করেছিলেন দুটি দ্বিশতক। এমন দুর্দান্ত সাফল্যের পুরস্কার পেয়েছেন তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ ‘এ’ দলে।
আগামী ১৫ অক্টোবর ‘এ’ দলের ঢাকা ছাড়ার কথা। প্রথমে দক্ষিণ আফ্রিকায় একটি তিনদিনের ও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের দ্বিতীয় সেরা দল। এরপর জিম্বাবুয়েতে দুটি চারদিনের ও তিনটি ওয়ানডে ম্যাচের লড়াই।
১৬ সদস্যের দলে মোসাদ্দেকের সঙ্গে সুযোগ পেয়েছেন সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলা অলরাউন্ডার মাহমুদুল হাসান। ডাক পেয়েছেন সাদমান ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ চৌধুরীর মতো তরুণ ক্রিকেটাররাও।
গত বছর দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলে জাতীয় দল থেকে বাদ পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও এই দলে আছেন।
জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন। তাঁরা হলেন রনি তালুকদার, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম, মোহাম্মদ শহীদ, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।
তবে গত মাসে ‘এ’ দলের হয়ে ভারত সফরে যাওয়া মুমিনুল হক, নাসির হোসেন, এনামুল হক, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েতে যাচ্ছেন না। তাসকিন অবশ্য চোটের কারণে ভারত সফরের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন।
বাংলাদেশ ‘এ’ দল : সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল হাসান, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।
স্ট্যান্ডবাই : কাজী নুরুল হাসান, দেওয়ান সাব্বির, তাসামুল হক, সানজামুল ইসলাম।