পাকিস্তানের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের ভারত বর্জন

শিল্প-সংস্কৃতি হোক বা ক্রিকেট, ভারত-পাকিস্তান সম্পর্কের মাঝে যেন বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে শিবসেনা। হিন্দুত্ববাদী উগ্র সংগঠনটির হুমকিতে ভারত থেকে তড়িঘড়ি দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিরা। শিবসেনা-আতঙ্কেই দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী বছরের ১৭ থেকে ২৪ জানুয়ারি ভারতের কোচিতে হওয়ার কথা টুর্নামেন্টটি।
গত সোমবার ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতির দুই দেশের সম্ভাব্য সিরিজ নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু সভা শুরুর আগে মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে ঢুকে পড়ে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক ছিন্ন করার দাবি জানায় একদল শিবসেনা সমর্থক। এরপর শশাঙ্ক মনোহর আর শাহরিয়ার খানের মধ্যে আর সভা হতে পারেনি।
এই ঘটনায় ‘আতঙ্কিত’ আইসিসি ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে পাকিস্তানের আম্পায়ার আলীম দারকে প্রত্যাহার করে নিয়েছে। আগামী রোববার মুম্বাইয়ে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ধারাভাষ্য দিচ্ছেন না ওয়াসিম আকরাম আর শোয়েব আখতারও। চতুর্থ ওয়ানডে শেষে শুক্রবার দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের দুই সাবেক গতিতারকা।
এমন পরিস্থিতিতে ভারতে না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি)। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় দৃষ্টি প্রতিবন্ধীদের এশিয়া কাপে পাকিস্তান অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিবসেনার আচরণের কারণে পাকিস্তান দলের নিরাপত্তা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ সিদ্ধান্তটা ইতিমধ্যে ভারতের দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েও দিয়েছে পিবিসিসি।
দুই দেশের জাতীয় দলের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ থাকলেও দৃষ্টিপ্রতিবন্ধীদের ক্রিকেটে নিয়মিত দেখা হয় ভারত-পাকিস্তানের। গত বছর পাকিস্তানে একটি সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিয়েছিল পাকিস্তান।