শ্রীলঙ্কার সিরিজ জয়

রঙ্গনা হেরাথের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শ্রীলঙ্কা জিতেছিল ইনিংস ব্যবধানে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েও সফল হতে পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৭২ রানের জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অনায়াসেই জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
কলম্বোর পি সারা ওভালে প্রথম ইনিংসে বল হাতে খুব বেশি জ্বলে উঠতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ভালোই নাস্তানাবুদ করেছেন হেরাথ। নিয়েছেন চারটি উইকেট। জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গেছে ১৭১ রানে। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস এসেছে ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে।
বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি চতুর্থ দিনের খেলা। সোমবার পঞ্চম দিনে জয় তুলে নেওয়ার জন্য শ্রীলঙ্কাকে বল করতে হয়েছে ৫৬.৫ ওভার। এক উইকেটে ২০ রান নিয়ে ব্যাটিং শুরু করে শুরুটা অবশ্য ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে দলকে হয়তো জয়ের স্বপ্নই দেখাতে শুরু করেছিলেন শাই হোপ ও ডোয়াইন ব্রাভো। কিন্তু এই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই আঘাত হানেন মিলিন্দা শ্রীবর্ধন। আউট করেন ৩৫ রান করা হোপকে। ব্রাভো বেশ কিছুক্ষণ একাই লড়াই চালিয়েছিলেন। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি আর কোনো ব্যাটসম্যানই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উইন্ডিজের ইনিংস শেষ হয়েছে ১৭১ রানে।
দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ১১০ রান ও বল হাতে পাঁচ উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে মিলিন্দা শ্রীবর্ধনের হাতে।