২৮ বছরেই কোচ!

২৮ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করতে দেখা যায় অনেক খেলোয়াড়কে। কিন্তু এ বয়সে কেউ কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন শুনলে চোখ কপালে ওঠারই কথা। বিস্ময়কর সেই ব্যাপারটিই ঘটতে যাচ্ছে জার্মানিতে। বুন্দেসলিগার আগামী মৌসুমে মাত্র ২৮ বছর বয়সে কোচের দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন জুলিয়ান নাজেল্সম্যান।
এবারের মৌসুমে হোফেনহেইম যদি অবদমনের খাঁড়ায় না পড়ে, তাহলে বুন্দেসলিগার সবচেয়ে কমবয়সী কোচের নতুন রেকর্ড গড়তে পারবেন নাজেল্সম্যান। নিচের সারির ক্লাব হোফেনহেইমের কোচের দায়িত্ব তাঁর কাঁধে আসবে আগামী মৌসুমের শুরু থেকে।
সোমবার চাকরিচ্যুত করা হয়েছে হোফেনহেইমের কোচ মার্কাস গিজোলকে। তাঁর পরিবর্তে এবারের মৌসুমের বাকি সময়টুকু দায়িত্ব পালন করবেন হাব স্টিভেন্স।
বর্তমানে হোফেনহেইমের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন নাজেল্সম্যান। মূল দলের দায়িত্ব নেওয়ার পরও আগের কাজটা করেই যেতে হবে তাঁকে। এত অল্প বয়সের একজনকে কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। তবে সিদ্ধান্তটা খুবই সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন ক্লাবটির মালিক দিমার হোপ। তিনি বলেছেন, ‘এটা খুবই যৌক্তিক ও সংগত সিদ্ধান্ত।’
২০১৩-১৪ মৌসুমে হোফেনহেইমের অনূর্ধ্ব-১৯ দলকে জার্মান লিগ শিরোপা জিতিয়েছিলেন নাজেল্সম্যান। বায়ার্ন মিউনিখও তাদের অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে চুক্তি করতে চেয়েছিল তাঁর সঙ্গে। তরুণদের কোচিংয়ে যে সাফল্য পেয়েছেন, সেটা হোফেনহেইমের মূল দলের কোচ হিসেবেও পাবেন বলে মনে করছেন নাজেল্সম্যান। তাঁর হাতেই কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে, তা নিশ্চিত হওয়ার পর তিনি বলেছেন, ‘আমি এ দায়িত্ব নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার ওপর আস্থা রাখার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।’