ফিফা র্যাঙ্কিং
আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে স্পেন, বাংলাদেশ কত নম্বরে?

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুরুষ ফুটবলের হালনাগাদ করা র্যাঙ্কিং প্রকাশ করেছে। নতুন র্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে স্পেন। বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। হামজা-শমিতরা আগের মতোই ১৮৪ নম্বরে রয়েছেন।
জুলাই-আগস্টে হামজা-জামালদের কোনো ম্যাচ ছিল না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও মাঠে গড়িয়েছে একটি ম্যাচ। কাঠমান্ডুতে হওয়া একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সম্প্রতি নেপালের সহিংস পরিস্থিতির কারণে দ্বিতীয় ম্যাচটি আর হয়নি। ফলে এই দুই দলের র্যাঙ্কিংয়ে কোনো হেরফের হয়নি। নেপাল রয়েছে ১৭৬ নম্বরে।
আগামী ২৩ অক্টোবর ফিফা আবার নতুন র্যাংকিং প্রকাশ করবে। এর আগে অক্টোবরের ফিফা উইন্ডেতে এশিয়ান কাপে বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
শীর্ষ দশে এসছে ব্যাপক পরিবর্তন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ইউরোজয়ী স্পেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স। দুটি দলই একধাপ করে ওপরে উঠেছে।
উন্নতি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালেদোর দেশ পর্তুগালের, তারা এখন পাঁচ নম্বরে। এছাড়া ক্রোয়েশিয়াও উঠে এসেছে নয় নম্বরে। শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইতালি। গত দুই বিশ্বকাপে জায়গা না পাওয়া দলটির অবস্থান ১০ নম্বরে। তিনটি দলই একধাপ করে উন্নতি করেছে।
দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তির র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে। দুই ধাপ পিছিয়ে আর্জেন্টিনা এখন তিন নম্বরে। একধাপ পিছিয়ে গেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। সেলেসাওদের অবস্থান এখন ছয় নম্বরে। পিছিয়ে গেছে আরেক ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি, তিন ধাপ পিছয়ে তারা নেমে গেছে ১২ নম্বরে।
নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে স্লোভাকিয়ার। ১০ ধাপ ওপরে এগিয়ে তারা এখন ৪২ নম্বরে। শেষবার হালনাগাদের পরের সময়ে সবচেয়ে বেশি পয়েন্টও (+২৫.৩১) অর্জন করেছে তারা। আর সবচেয়ে বেশি অবনমন হয়েছে জিম্বাবুয়ের, ৯ ধাপ পিছিয়েছে তারা।